28 OCT 2024

দীপাবলিতে ভুলেও করবেন না এই ৫ কাজ! নাহলেই হবে বড় বিপদ

credit: getty images

TV9 Bangla

এসেই গেল কালী পুজো। মাসের শেষ দিন ৩১ অক্টোবর দিকে দিকে পূজিত হবেন শ্যামা মা। তার আগের দিন গোটা দেশ জুড়ে পালিত হয় আলোর উৎসব দীপাবলি। পরিবারকে অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে বাড়িতে ১৪ প্রদীপ জ্বালানোর চল রয়েছে এই সময়ে।

শুরু হয়ে গিয়েছে দীপাবলির সপ্তাহ। জ্যোতিষশাস্ত্র মতে এই সময় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। দীপাবলির আগেই আসে ধনতেরস, এই দিন যেমন ধাতুর জিনিস কেনার প্রথা রয়েছে।

তেমনই বাড়িতে সৌভাগ্য, সুখ, শান্তি বজায় রাখতে, পরিবাররে উপর থেকে অশুভ ছায়া এবং শক্তি দূরে রাখতে হলে কিছু নিয়ম মানতে হবে। কী কী করবেন না এই সময়ে?

সকালে ঘুম থেকে দেরী করে ওঠা অনেকেরই অভ্যেস। কিন্তু কালী পুজোর সপ্তাহে এই অভ্যাস থেকে দূরে থাকাই শ্রেয়। দীপাবলি সময় সূর্য ওঠার আগে শয্যা ত্যাগ করা শুভ বলে মনে করা হয়।

নবীন বা প্রবীণ, সব প্রজন্মের মধ্যেই নেশা করার একটা প্রবণতা রয়েছে। কিন্তু এই সময়ে ধূমপান, মদ্যপান বা অন্য কোনও নেশা থেকে বিরত থাকুন। না হলে দেবী রুষ্ট হন। দেবীর কোপে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ।

মা-বাবা বা বড়দের সঙ্গে মত বিরোধ হতেই পারে। তবে তার মানেই গুরজনকে অসম্মান করা যায় না। এমনকি ঝগড়া করা বা কটু কথা বলাও উচিত নয়। দীপাবলির আগে বড়দের প্রতি অতিরিক্ত সম্মান করা উচিত।

যে গৃহে অশান্তি কলহের পরিবেশ থাকে, সেখানে দেবী লক্ষ্মী থাকেন না। তাই এই সময়ে ঝগড়া-বিবাদ থেকে নিজে বিরত থাকুন। নিজে খুশিতে থাকুন আশে পাশের মানুষকেও আনন্দে রাখুন।

শাস্ত্র মতে মা লক্ষ্মী অপরিচ্ছন্ন, অপরিষ্কার স্থান একদম পছন্দ করেন না। তাই এই সময় লক্ষ্মী দেবীর আশির্বাদ পেতে হলে, ঘর-বাড়ি পরিষ্কার রাখুন।