সন্ধের পর ভুলেও করবেন না এই সব কাজ, তাহলেই ঘোর বিপদ!
credit:Getty Images
TV9 Bangla
বাস্তু শাস্ত্র মতে আমরা প্রতিদিন যা যা করি, সেই কর্মের ফল পড়ে আমাদের জীবনের উপর। কর্ম ফল ভোগ করতে হয় সকলকেই। তাই জীবনে সুখ-শান্তি বজায় রাখতে সূর্যাস্তের পরে কিছু কাজ না করাই ভাল।
সন্ধ্যায় কাউকে টাকা ধার দিতে নেই। এতে আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও এই সময়ে লবণ দান করা উচিত নয় কারণ এটি আর্থিক ক্ষতির দিকে পরিচালিত করে বলে বিশ্বাস করা হয়।
বাড়িতে তুলসী গাছ রাখা খুবই শুভ। এটি দেবী লক্ষ্মীকে আকর্ষণ করে। তবে সন্ধে বেলা তুলসীর পাতা ছিঁড়বেন না বা অন্যত্র সরাবেন না। স্পর্শ করা যাবে না। এতে নেগেটিভ শক্তি আকর্ষিত হয়।
সন্ধ্যায় কেউ আপনার বাড়িতে এলে তাকে খালি হাতে পাঠাবেন না। কোন ছোট নৈবেদ্য বা খাবার দেওয়া উচিত।
সন্ধ্যায় নখ কাটবেন না, চুল কাটবেন না বা শেভ করবেন না। এতে আর্থিক ক্ষতি হবে বলে মনে করা হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধে বেলা ঘরে ঝাড়ু দেওয়া ভালো নয়। এটি বাড়িতে সম্পদ বৃদ্ধি হ্রাস করবে। সকাল সকাল ঘর পরিষ্কার করা ভালো।
সন্ধ্যায় দুধ, দই, চিনির মতো সাদা পদার্থ কাউকে দেওয়া উচিত নয়। এগুলোকে চাঁদের সাপেক্ষে শুভ বলে মনে করা হয়। এই নিয়ম না মানলে মনের শান্তি কমে যেতে পারে বলে মনে করা হয়।
সন্ধ্যায় আবর্জনা ফেললে বাড়িতে অশুভ শক্তি প্রবেশের আশঙ্কা থাকে। সেজন্য ঘরের ময়লা-আবর্জনা সকালেই ফেললে ভালো হয়।