কুম্ভ মেলায় পুণ্য অর্জন করতে যাচ্ছেন? সঙ্গে কী কী রাখতে হবে জানেন তো?
credit: Getty Images
TV9 Bangla
জোর কদমে চলছে মহাকুম্ভ মেলার প্রস্তুতি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১৬ জানুয়ারি থেকে ৪৫ দিন চলবে এই মেলা। ১২ বছর পরে আবার হচ্ছে মহাকুম্ভ মেলা।
স্বাভাবিক লাখ লাখ ভক্ত আসবেন এই বছরের কুম্ভ মেলায়। আপনিও কি এই বছর কুম্ভমেলার রাজকীয় স্নানে যাবেন ভাবছেন? তাহলে তাঁর আগে জেনে নিন কী কী ব্যাগে রাখাটা গুরুত্বপূর্ণ?
যদি সঙ্গে ছোট শিশু থাকে তাহলে বেশ কয়েকটি বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। শিশুকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে। ভিড়ের মধ্যে যাতে হারিয়ে না যায় তাঁর জন্য চোখে চোখে রাখা উচিত।
কুম্ভ মেলায় যাওয়ার আগে, বাড়িতে একটি ছোট মেডিকেল কিট তৈরি করা উচিত। এতে সর্দি, জ্বর এবং পেট ব্যথার মতো রোগের জন্য প্রাথমিক চিকিৎসা সামগ্রী রাখা উচিত।
যে কোনও জায়গায় যাওয়ার আগে সঙ্গে আপনার পরিচয়পত্র নিয়ে নিন। কুম্ভ মেলায় যাওয়ার আগে আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি সঙ্গে রাখুন। প্রয়োজনে সমস্ত নথি ডিজি লকারেও রাখতে পারেন।
সাধু-সন্ন্যাসীদের ভিড়ে লুকিয়ে থাকেন বহু অসাধু ব্যাক্তিও। তাই ক্ষতি এড়াতে এই সময় সোনা-রুপো বা মূল্যবান জিনিসপত্র নিয়ে না যাওয়াই ভাল। টাকা পয়সাও সাবধানে রাখতে হবে।
মহাকুম্ভে প্রচুর ভিড় হয়। এত বিপুল সংখ্যায় কোথাও জড়ো হলে সেই জায়গা নোংরা হওয়াটা খুবই স্বাভাবিক। তাই বলে নিজেও নোংরা থাকলে চলবে না।
পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি কিটও রাখা উচিত। নিজের সাবান, শ্যাম্পু, তোয়ালে এবং হ্যান্ড স্যানিটাইজারের মতো জিনিস আলাদা রাখা উচিত।