17 JAN 2025

ভারতের এই জায়গায় নেই একটাও কুকুর! কারণ জানলে চমকে যাবেন

credit: Getty Images

TV9 Bangla

প্রাণীদের মধ্যে সৎ এবং আনুগ্যতের কথা উঠলে সেই তালিকায় প্রথম নাম থাকবে কুকুরের। শখ করে ভালোবেসে অনেকেই বাড়িতে এই সারমেয়টিকে পোষেন।

আজকাল কুকুরদের নিরাপত্তা নিয়ে সচেতন হয়েছে মানুষ। বাড়িতে পোষা বিদেশী কুকুরদের সঙ্গেই যত্ন বেড়েছে রাস্তার কুকুরদেরও।  

পৃথিবীতে বোধহয় এমন কোনও জায়গা নেই যেখানে রাস্তায় কোনও কুকুর দেখা যায় না। এমন কোনও জায়গা নেই যেখানে কুকুর প্রেমীদের খুঁজে পাবেন না।  

অনেক আগ্রহ নিয়ে লালন পালন করেন বিপথগামী কুকুরদেরও। আগে প্রধানত দুটি উদ্দেশ্যে কুকুর পোষা হত, শিকার করা এবং বাড়ি পাহারা দেওয়া।

বিশ্বে বিভিন্ন জাতের কুকুর পাওয়া যায়, যার মধ্যে অনেকেরই দাম হাজার হাজার টাকা থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত হয়।

কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে এবং দেশের নাগরিকদের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে বেশ কিছু দেশে এই বিষয়ে আইনও রয়েছে।

আপনি কি জানেন, ভারতেও এমন একটি অংশ রয়েছে যেখানে কোনও কুকুর পাওয়া যায় না। কুকুরদের জন্য যে বিশেষ নীতি গ্রহণ করা হয়েছিল তারই ফল।

লাক্ষাদ্বীপ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এক সময়ে জলাতঙ্ক প্রতিরোধের জন্য একটি কুকুর মুক্ত রাষ্ট্র নীতি গ্রহণ করে এখানকার প্রশাসন। (দ্রষ্টব্য- টিভি ৯ উপরোক্ত তথ্য সম্পর্কে কোন দাবি করে না, এই তথ্য উপলব্ধ সূত্র থেকে প্রদান করা হয়েছে।)