25 June 2024
এই কাজ করলে পায়ে ট্যান পড়বে না আর
credit: istock
TV9 Bangla
নতুন জুতো পরলে পায়ে ফোস্কা পরে। পা ঢাকা জুতো না পরে রোদে বেরোলে পায়ে ট্যান পড়ে। এছাড়া পায়ে কাটাছেঁড়ার দাগ থাকেই।
মুখের সৌন্দর্য নিয়ে আপনি যতটা যত্নবান, একই খেয়াল কি পায়ের ক্ষেত্রেও রাখেন? পায়ের চামড়া কিন্তু মুখের ত্বকের থেকে একদম আলাদা।
পায়ের পাতায় পড়া দাগছোপ, ট্যান একদিনে যায় না। আর টাকা খরচ করে পেডিকিওর করানোর পরও পায়ের হাল ফেরে না।
পায়ের পাতা থেকে মরা চামড়া ও ট্যান তুলতে চিনির স্ক্রাব ব্যবহার করুন। ২ চামচ চিনির সঙ্গে ৪ চামচ অলিভ অয়েল মিশিয়ে পায়ের উপর ঘষুন।
পায়ের পাতা থেকে দাগ তুলতে লেবুর রসের সাহায্য নিতে পারেন। চিনির সঙ্গে পাতিলেবুর রস মিশিয়েও ব্যবহার করতে পারেন।
একদিন অন্তর পায়ের পাতায় চিনির স্ক্রাব ঘষলে ট্যান, কালচে ছোপ ও মরা কোষ দূর হয়ে যাবে। আর পাবেন নরম ও কোমল ত্বক।
চিনির বদলে আপনি কফির গুঁড়োও ব্যবহার করতে পারেন। কফির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পায়ের চামড়াকে ভাল রাখতে সাহায্য করে।
স্ক্রাবিংয়ের পর অবশ্যই পায়ে ফুট ক্রিম মেখে নিন। এতে পায়ের ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং পায়ের পাতা কোমল হয়ে উঠবে।
আরও পড়ুন