12 July 2024
দুধ দিয়ে চুল ধুয়ে নিলে কী হয় জানেন?
TV9 Bangla
অনেকেরই পায়ে ভয়াবহ দুর্গন্ধ হয়। জুতো-মোজা পরলে তো আর কথাই নেই।
দুর্গন্ধের চোটে আশপাশে ঘেঁষতে পারা যায় না অনেকের। আসলে পায়ে থাকা ঘামে ব্যাক্টেরিয়া জন্মানোর জেরেই এই দুর্গন্ধ হয়।
কিন্তু পায়ের দুর্গন্ধ থেকে মুক্তির জন্য কিছু অভ্যাস মেনে চললে অনেকটাই সমস্যা থেকে মুক্তি সম্ভব।
সুতির মোজা ব্যবহার করলে ঘামের গন্ধের সমস্যা থেকে মুক্তি মিলবে। সিন্থেটিক মোজা পরলে ঘাম বেশি হয়।
উষ্ণ জলে নুন মেশান। তাতে মিনিট ১৫ করে পা ডুবিয়ে রাখুন। এতে পা ঘামার সমস্যা কমে যাবে।
যে জুতো রোজ পরেন, তা মাঝে মধ্যে রোদে দিন। এতে জুতোর মধ্যে ব্যাক্টেরিয়া-ছত্রাকের প্রভাব কমবে।
রোজ মোজা কাচুন। এক মোজা পর পর দুদিন ভুলেও পরবেন না। রোজ কাচা মোজা পরুন।
পায়ের মৃত কোষ তুলতে স্ক্রাবিং করতে পারেন। এতে পায়ে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা কমে।
Learn more