18 Oct  2024

ধনতেরাসের দিন এই টোটকা মানলেই দূর হয় অর্থ কষ্ট!

credit: gettyImages

TV9 Bangla

ধনতেরাস একটি অত্যন্ত শুভ দিন। হিন্দু শাস্ত্র মতে এই দিন সোনা-রুপো কিনে ঘরে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয়। পরের দিন অমাবস্যা তিথিতে হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো। শাস্ত্র মতে এই দিন কিছু টোটকা মানলে অচিরেই সৌভাগ্যকে আকর্ষণ করা যায়।  

লোকবিশ্বাস, ধনতেরাসের দিন দেবী ধনলক্ষ্মীর আরাধবনা করলে অপার ঐশ্বর্য মেলে, অর্থ কষ্ট দূর হয়। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর সামনে কড়ি, গোটা হলুদ, পান, সুপারি ও ধান নিবেদন করে, দেবীর পুজো করুন।

ধনতেরাসের দিন নতুন জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। যদি বাড়িতে কোনও শিশু থাকলে এই দিন অবশ্যই তাঁর জন্য কিছু একটা কিনে আনুন। শিশুদের ঈশ্বরের রূপ বলে মনে করা হয়। তাই তাঁকে কিছু দিলে তা ঈশ্বরকে নিবেদন করার সমান।

বাড়িতে সমৃদ্ধি ডেকে আনতে এই দিন কলা গাছের মূলে সর্ষের তেল, সিঁদুরম হলুদ ও জল নিবেদন করুন। বাড়িতে কলা গাছ না থাকলে আশেপাশের কোথাও কলা গাছ থাকলে সেখানে গিয়েই নিবেদন করতে পারেন।

কেবল সোনা-রুপোই নয়, এই দিন স্টিলের বাসনপত্র বা অনানয় নানা জিনিস কেনার চল রয়েছে। অনেকেই এই দিন নতুন ঝাঁটা কেনা শুভ বলে মনে করেন। বিশ্বাস এই দিন ঝাঁটা কিনলে পুরনো ঋণ শোধ হয়।

এমন কিছু কাজ আছে যা কিন্তু ধনতেরাসের দিন একদম করা উচিত নয়, না হলে ধেয়ে আসতে পারে দুর্ভাগ্য। এই দিন বাড়ি থেকে কাউকে নুন দেবেন না। নাহলে নিজের বাড়ির লক্ষ্মী অন্যত্র চলে যায় বলেই বিশ্বাস।

কালো রং হিন্দু শাস্ত্র মতে অশুভর প্রতীক। দেবী অলক্ষ্মীও কৃষ্ণবর্ণা। তাই এই দিন অশুভ ছায়া এড়াতে কালো রঙের জিনিস না কেনাই ভাল। ধারালো কোনও জিনিস যেমন ছুড়ি, কাঁচি বা লোহার জিনিস কিনতে বারণ করা হয় এই দিন।

ধনতেরাসের দিন ঝাঁটা কিনলে পুরনো ঋণ শোধ হয়ে যায় বলে বিশ্বাস। তাই বলে সেই আনন্দে আবার এই দিন নতুন করে কারও কাছ থেকে ধার করে বসবেন না যেন। এমনকি কাউকে টাকা ধার দেবেনও না।