বর্ষাকাল তাড়াতাড়ি ভাঙে নখ? কেন হয়, কী করলে পাবেন মুক্তি?
Credits:, Getty Images
TV9 Bangla
বর্ষাকালে শুধু চুল বা ত্বকের নয়, নখেরও প্রয়োজন বিশেষ যত্ন। এই সময়ে পরিবেশে অতিরিক্ত আর্দ্রতা, মাটির সংস্পর্শ, ভেজা জুতো ও নোংরা জলে হাঁটার কারণে নখের স্বাভাবিক গঠন এবং স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।
দেখা দিতে পারে ছত্রাক সংক্রমণ, নখ ভেঙে যাওয়া, হলদেটে রঙ, দুর্বলতা বা দুর্গন্ধজনিত সমস্যাও। তাই এই মরসুমে নখের প্রতি যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।
নখ দীর্ঘ সময় ভেজা থাকলে এবং শুকাতে না পারলে সেখানে ফাঙ্গাস জন্মাতে পারে। এটি সাধারণত পায়ের নখে বেশি হয়, কারণ বর্ষায় পা ভেজা থাকে এবং জুতোয় বাতাস চলাচল হয় না।
অতিরিক্ত আর্দ্রতা নখকে নরম করে তোলে। ফলে সহজেই নখ ভেঙে যেতে পারে বা খসে যেতে পারে।
নখে ময়লা জমে দুর্গন্ধ বা হলুদ দাগ সৃষ্টি হতে পারে, যা একপ্রকার সংক্রমণের লক্ষণ।
নখের সংক্রমণ আশেপাশের চামড়াতেও ছড়িয়ে পড়ে, ফলে চুলকানি বা ফুসকুড়ি হতে পারে।
ভেজা জুতো বা মোজা এড়িয়ে চলুন। পা ধোয়ার পর ভালো করে মুছে শুকিয়ে নিন। নখ বড় হলে ময়লা জমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই নিয়মিত নখ কেটে ছোট রাখুন।
বিশেষ করে পায়ের আঙুলের ফাঁকে অ্যান্টি-ফাঙ্গাল পাউডার ব্যবহার করলে সংক্রমণ রোধ করা সম্ভব। বর্ষাকালে অতিরিক্ত নেলপলিশ বা নেল এক্সটেনশন ব্যবহার না করাই ভাল। এতে নখে হাওয়া লাগে না। ফলে সংক্রমণও বাড়ে।