23 July 2024

আদরের পোষ্যকে নিয়ে সফরে যাওয়ার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

credit: google

TV9 Bangla

বাড়ির সব থেকে আদরের সদস্য আপানার পোষ্য। সে বিড়াল, কুকুর যাই হোক না কেন। তাই তাকে ছেড়ে ঘুরতে যেতে ভাল লাগে না।

তাই এইবার ঠিক করেছেন পোষ্যকে নিয়েই ঘুরতে যাবেন। তাও আবার গাড়ি করে লম্বা সফরে যাবেন ভাবছেন?

তা হলে মাথায় রাখুন কয়েকটি টিপস। না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দুম করে গাড়িতে লম্বা সফরে গিয়ে শরীর খারাপ হতে পারে আপনার পোষ্যের!

বড় সফরের আগে আপনার পোষ্যকে ছোট ছোট সফরে নিয়ে যান। অচেনা মানুষ ও পোষ্যদের সঙ্গে মিশতে স্বচ্ছন্দ্য কিনা দেখে নিন।

আপনার পোষ্যের জন্য পেট খারাপ, জ্বর, বমি, অ্যালার্জির মতো সাধারণ ওষুধ সঙ্গে রাখুন। একটি অক্সিজেন ক্যান রাখলে আরও ভাল।

বেড়াতে যাওয়ার আগে পোষ্যের চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে একবার দেখিয়ে নিন। তাঁর কাছ থেকে পরামর্শ জেনে নিন।

সফরের খাওয়া দাওয়ার ক্ষেত্রে পোষ্যকে জোর করবেন না। বেশি খেতে না চাইলে চাপ দেবেন না। খালি পরিমাণ মতো জল যাতে খায় সেদিকে নজর রাখুন।

একটানা সফর না করে, মাঝে মাঝে বিরতি নিন। পোষ্যকে মানিয়ে নেওয়ার সুযোগ দিন। সব সময় এসি না চালিয়ে গাড়ির কাচ খুলে রাখুন।