বর্ষায় রেনকোর্ট পরে বাইক চালাতে গিয়ে ঘেমেনেয়ে একসা? কী করবেন?
Credits: Getty Images
TV9 Bangla
বর্ষাকালে বাইক চালাতে হলে রেনকোর্ট ছাড়া উপায় নেই। সমস্যা একটাই। রেনকোর্ট পরে বাইক চালালে প্রচণ্ড ঘাম হয়, গরমে অস্বস্তি হয়। বিশেষ করে কলকাতার মতো আর্দ্র আবহাওয়ায় এই সমস্যা আরও বেশি। তাহলে উপায়? এমন ব্যবস্থা আছে, যাতে আপনি ঘামবেন না, আবার ভিজবেনও না।
ভেন্টিলেটেড রেনকোর্ট - সাধারণ পলিথিন বা পাতলা রাবারের রেনকোর্ট বাতাস আটকে রাখে, ফলে ঘাম জমে। তাই এমন রেনকোর্ট ব্যবহার করুন যার পাশে বা পিঠে 'ভেন্ট' দিয়ে হাওয়া চলাচলের ব্যবস্থা আছে। বাজারে অনেক ব্র্যান্ডেড ভেন্টিলেটেড রেনকোর্ট পাওয়া যায়।
ব্রিদেবল (Breathable) ফেব্রিক - ব্রিদেবল রেনকোর্ট এমন কাপড়ে তৈরি হয় যেটি জল আটকায় ঠিকই, কিন্তু ঘাম বা ভেতরের আর্দ্রতা বাইরে বেরিয়ে যেতে দেয়। Gore-Tex বা PVC-coated Nylon ফেব্রিক এই দিক থেকে সেরা।
ইনার পরুন হালকা এবং ময়েশ্চার-উইকিং - রেনকোর্টের নিচে কটন জামা পরলে ঘাম বেশি ধরে। তাই ময়েশ্চার উইকিং বা ঘাম শোষণ করে শুকিয়ে দেয় এমন ড্রাই ফিট জামা পরুন। এতে শরীর তুলনামূলক শুষ্ক থাকবে।
বাইক চালানোর আগে শরীর ঠান্ডা রাখুন - বাইকে ওঠার আগে ঠান্ডা জল পান করুন। অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। এতে শরীরের তাপমাত্রা কম থাকবে, ঘাম কম হবে।
হাফ-আস্তিন রেন গিয়ার এড়িয়ে চলুন - অনেকেই হাফ রেনকোর্ট বা শুধুমাত্র টপ পরে থাকেন, যা বৃষ্টিতে কিছুটা ভেজা রোধ করলেও ঘাম বাড়িয়ে দেয়। সম্পূর্ণ বডি কভার করে এমন রেনস্যুট পরলে ঘাম কম হয়। এতে বাইরের জলীয়বাষ্প সরাসরি গায়ে লাগবে না।
রেন কভার ঢিলেঢালা পরুন - রেনকোর্ট যদি খুব টাইট হয়, তবে তা শরীরের সঙ্গে ঘষা খায় এবং ঘাম বেশি হয়। একটু ঢিলেঢালা কোর্ট নিন যাতে বাতাস চলাচলের সুযোগ থাকে।
সঠিক ধরণের রেনকোর্ট এবং কিছু সহজ অভ্যাসের মাধ্যমেই আপনি বর্ষার বাইকযাত্রা আরামদায়ক করতে পারেন। তাই ঘাম নয়, এবার রইলো শুধুই নিরাপদ ও আরামদায়ক রাইডিং!