পুজোয় নতুন নতুন স্টাইল করে চুলের হাল খারাপ? রইল উজ্জ্বলতা ফেরানোর টিপস
credit: TV9
TV9 Bangla Desk
দুর্গাপুজো পাঁচ দিন মানেই সাজগোজের উৎসব! কখনও স্ট্রেট, কখনও কার্ল, আবার কখনও হিট টুল দিয়ে নতুন হেয়ারস্টাইল। প্রতিদিন চুলে লেগেছে স্প্রে, জেল, সিরাম, হেয়ার কালার বা গরম ব্লো ড্রায়ার। ফল হাতেনাতে পাওয়া যায়।
পুজোর স্টাইল
পুজো শেষে আয়নায় তাকালেই দেখা যায় উধাও চুলের জেল্লা। চুল শুষ্ক, ডগায় ভাঙন, রুক্ষ, নিস্তেজ হয়ে পড়ার মতো নানা সমস্যা দেখা যায়। যদিও পুজো শেষে সঠিক যত্ন নিলে সেই ঔজ্জ্বল্য ফিরতে বেশি সময় লাগে না। রইল সেই টিপস।
ম্যাড়ম্যাড়ে চুল
পুজোর সময় হেয়ার স্প্রে, সিরাম আর ধুলো-ময়লা চুলের গোড়ায় জমে যায়। তাই প্রথমেই ডিপ ক্লিনজিং শ্যাম্পু ব্যবহার করুন। এটি স্ক্যাল্প থেকে প্রোডাক্ট বিল্ড-আপ পরিষ্কার করে এবং শ্বাস নিতে সাহায্য করে। সপ্তাহে একবার ব্যবহার করলেই যথেষ্ট।
ডিপ ক্লিনজিং শ্যাম্পু
চুলের প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনতে তেল মালিশের বিকল্প নেই। নারকেল, বাদাম বা অর্গান অয়েল সামান্য গরম করে স্ক্যাল্পে মালিশ করুন। রাতভর রেখে সকালে হালকা শ্যাম্পু করুন। এতে চুল হবে নরম, চকচকে আর মজবুত।
তেল মালিশ
ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক পুজোর পরের রুক্ষতা দূর করতে দারুণ কাজ করে। দই, মধু, ডিমের কুসুম বা অ্যালোভেরা মিশিয়ে ঘরোয়া মাস্ক বানাতে পারেন। এটি চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন—ফলাফল মিলবে প্রথমবারেই। সপ্তাহে ২ বার করলেই হবে।
হেয়ার মাস্ক
স্ট্রেটনার, কার্লার, ব্লো ড্রায়ার—এসব গরম যন্ত্র চুলের কিউটিকল পোড়ায়। অন্তত ২-৩ সপ্তাহ এগুলো থেকে চুলকে বিশ্রাম দিন। প্রাকৃতিকভাবে চুল শুকোতে দিন এবং যতটা সম্ভব খোলা রাখুন।
হিট টুল ব্যবহার বন্ধ করুন
পুজোর ধকল সামলে চুলের ডগা অনেক সময় ফেটে যায়। তাই উৎসবের পর এক ইঞ্চি মতো ট্রিম করে নিন। এতে স্প্লিট এন্ড দূর হবে, চুল বাড়বে দ্রুত এবং দেখতে হবে সুন্দর।
চুল ট্রিম করুন
চুলের জেল্লা শুধু বাইরে থেকে নয়, ভিতর থেকেও আসে। ডায়েটে রাখুন প্রোটিন (ডিম, মাছ, ডাল), আয়রন (পালং শাক, খেজুর), আর ভিটামিন ই (বাদাম, অলিভ অয়েল)। পর্যাপ্ত জল পান করুন, এতে স্ক্যাল্প আর্দ্র থাকে।
সঠিক খাবার খান
কটন বালিশ চুলের সঙ্গে ঘর্ষণ তৈরি করে, ফলে চুল ভেঙে যায়। তাই রাতে ঘুমোনোর সময় সিল্ক বা স্যাটিনের কভার ব্যবহার করুন। এতে চুল থাকবে মসৃণ ও জটমুক্ত।