৫ উপায় মানলেই পুজোর আগে চুল হয়ে উঠবে ঘন,কালো মসৃণ!
credit: google
TV9 Bangla
রেশমি, ঘন, কালো মসৃণ চুলের অধিকারী হতে কে না চায় বলুন? পুরুষ হন বা মহিলা সুন্দর চুলের অধিকারী হতে চায় সকলেই।
তবে চারিদিকের দূষণ, মানসিক চাপ, উদ্বেগ, রাস্তার ধুলো-বালি এই সবের প্রভাব পড়ে আমাদের চুলের উপরে। যা নষ্ট করে আমাদের চুলের স্বাস্থ্য।
তাই মনের মতো ঘন চুল পেতে হলে কিন্তু চাই চুলের যত্ন। তবে কী ভাবে? কোন উপায়ে যত্ন নিলে ভাল হবে চুলের স্বাস্থ্য? রইল টিপস।
বারবার চুল আঁচড়ালে চুলের ক্ষতি হয়। এতে চুলের ডগায় চিড় ধরে। ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং চুল উঠে যেতে পারে। চুলে তেল ব্যবহার করতে পারেন।
শ্যাম্পু কেনার সময় দেখে নিন যেন সোডিয়াম সালফেটের মতো রাসায়নিক না থাকে। এক দিন অন্তর এক দিন শ্যাম্পু করলে ভাল। শ্যাম্পু করার আগের দিন মাথায় তেল মাসাজ করে নিতে পারেন।
পেঁয়াজের রস চুলের জন্য উপকারি। পেঁয়াজ থেঁতো করে, সেই রস চুলের গোড়ায় লাগান। ৪০ মিনিট রেখে ভাল করে মাথা ধুয়ে ফেলুন। পেঁয়াজের রস চুল ঝরে পড়া অনেকটা কম করে।
রাস্তায় বের হলে চুলের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। চেষ্টা করুন যাতে চুলে ধুলো কম লাগে। রাস্তায় বের হলে ওড়না বা রুমাল দিয়ে মাথা ঢেকে নিতে পারেন।
শ্যাম্পু করার পরে ভালভাবে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন। চুলে গরম ভাপ দেওয়া এড়িয়ে চলুন। চুলকে গরম থেকে বাঁচাতে চুলে হিট প্রোটেকটেড কন্ডিশনার ব্যবহার করতে পারেন।