26 July 2024

৪ উপায় মানলেই পাবেন বলি সুন্দরীর মতো নরম, গোলাপি ঠোঁট!

credit: google

TV9 Bangla

একেই বর্ষাকাল, তার উপরে আবার সপ্তাহের শেষ। এই বর্ষণ মুখর দিনে নিজের প্রিয় মানুষের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে ইচ্ছে করে অনেকেরই।

সেই মূহুর্তকে আরও সুন্দর করে তুলতে, সময় থাকতে নিজের ঠোঁটের যত্ন নিতে ভুলবেন না। বরং মেনে চলুন এই টিপস, পাবেন আকর্ষণীয় গোলাপি ঠোঁট।

আঙুলে বেশ খানিকটা নারকেল তেল নিয়ে আলতো করে ঠোঁটে মেখে নিন। ৩০ মিনিট পর শুকিয়ে গেলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন।

এবার একটি পাত্রে এক টেবিল চামচ লেবুর রস এবং এক ফোঁটা মধু মিশিয়ে, মিশ্রণটি লাগিয়ে নিন। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। ৭ দিন পরেই পার্থক্য চোখে পড়বে।

অ্যালোভেরা পাতা কেটে সেই জেল আপনার ঠোঁটে লাগিয়ে নিন আলতো করে। ১৫ মিনিট পরে জল দিয়ে ধুয়ে নেবেন। 

শসা টুকরো করে কেটে ভাল করে পিষে নিন। এবার শসার সেই জল বার করে  ঠোঁটে মাখুন। শসার জল আপনার ঠোঁটকে কোমল রাখবে।

গোলাপি নরম ঠোঁট চাইলে ৪টি স্ট্রবেরি এবং ২ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে মেখে নিন।

সারা রাত সেই মিশ্রণটি লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ভাল করে ঠোঁট জোড়া ধুয়ে নিন।