31 MAY 2025
জামাষষ্ঠীতে চাই গ্লোয়িং ফেস? এই উপায়ে এক রাতে ফেরান ত্বকের উজ্জ্বলতা
credit:TV9
TV9 Bangla
জামাইষষ্ঠীর দিন জামাইয়ের মুখে গ্লো না থাকলে চলে! এদিকের রোজের চাপে ত্বকের হাল তো বেহাল। একরাতে নিজের হারানো গ্লো ফেরাবেন কী ভাবে? রইল টিপস।
সারাদিনের ধুলাবালি, তেল ও মেকআপ ত্বক থেকে পরিষ্কার করতে একটি মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন। এরপর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিন, যেন রোমছিদ্র পরিষ্কার হয়।
একটি হালকা স্ক্রাবার দিয়ে মুখের ডেড সেল তুলে ফেলুন। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখাবে। চিনি ও মধু মিশিয়ে ঘরোয়া স্ক্রাব ব্যবহার করলেও ভাল ফল পাবেন।
হালকা গরম জলের ভাপে মুখ কয়েক মিনিট ধরুন। এতে রোমছিদ্র খুলে যাবে এবং পরের স্কিন কেয়ার প্রোডাক্ট ভালভাবে কাজ করবে।
এক চামচ বেসন, এক চামচ দই ও এক চিমটি হলুদ মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের গ্লো বাড়ায় ও রঙ উজ্জ্বল করে।
বরফের টুকরো দিয়ে মুখে হালকা করে ঘষুন। এতে রক্ত সঞ্চালন বাড়ে ও ত্বক উজ্জ্বল হয়, ফলে তাৎক্ষণিক উজ্জ্বলতা আসে।
ঘুমের আগে ভাল কোনো ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বক সারারাত হাইড্রেট থাকে এবং সকালে উজ্জ্বল দেখায়।
পর্যাপ্ত ঘুম (৭–৮ ঘণ্টা) ত্বকের জন্য সবচেয়ে জরুরি। ঘুমের সময়ই ত্বক নিজেকে রিপেয়ার করে এবং সকালে গ্লো আনে।
আরও পড়ুন