20 April, 2024

গরমেও ঠোঁট ফাটছে? যা করবেন...

credit: istock

TV9 Bangla

শীতকালে ঠোঁট ফাটা ও ঠোঁট শুকিয়ে যাওয়ার সমস্যা খুব কমন। কিন্তু ভ্যাপসা গরমে এমন সমস্যা হলে বিরক্ত হোন সকলেই। তাহলে উপায় কী?

সূর্যের ইউভি রশ্মি ঠোঁটেরও বারোটা বাজাতে পারে। আবার গরমে ডিহাইড্রেশনের জেরেও ঠোঁট শুকিয়ে যেতে পারে। তাই এর যত্ন নেওয়া দরকার।

এই গরমে ঠোঁট ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন। এতে শরীর হাইড্রেটেড থাকবে এবং ঠোঁটও ফাটবে না।

ঠোঁট ও ঠোঁটের চারপাশের অংশ শুকিয়ে গেলে জিভ বোলাবেন না। এতে ঠোঁট ব্যাকটেরিয়ার প্রভাব বাড়বে এবং ঠোঁট আরও শুষ্ক হয়ে উঠবে।

নরম ও কোমল ঠোঁট বজায় রাখতে লিপ বাম ব্যবহার করুন। শিয়া বাটার, নারকেল তেল, বিজওয়াক্স আছে এমন লিপ বাম ব্যবহার করুন।

রোদে বেরোলে ঠোঁটেও প্রয়োগ করুন সানস্ক্রিন। এসপিএফ যুক্ত লিপ বামও ব্যবহার করতে পারেন। এতে ঠোঁট কোমল ও সুরক্ষিত থাকবে।

সারাক্ষণ এসিতে থাকলে ঠোঁট শুকিয়ে যায়। সেক্ষেত্রে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এতে ত্বক শুষ্ক হয়ে যাবে না।

ঠোঁটকে সুন্দর রাখতে ধূমপান এড়িয়ে চলুন। পাশাপাশি মশলাদার খাবার খাবেন না। খাদ্যতালিকা থেকে বাদ দিন টক জাতীয় খাবারও।