11 JUL 2025

শরীরের পুরনো কাটা বা ছড়ে যাওয়ার দাগ এখনও আছে? এই টিপস মেনে দেখুন একবার  

Credits:, TV9

TV9 Bangla

শরীরে কাটা, ছড়ে যাওয়া বা দুর্ঘটনাজনিত আঘাতের দাগ অনেক সময় দীর্ঘদিন থেকে যায়। অনেক চেষ্টা করেও তা মুছে ফেলা যায় না, বিশেষ করে যদি প্রাথমিক চিকিৎসা ঠিকভাবে না হয়।

তবে নিয়মিত যত্ন আর কিছু ঘরোয়া পদ্ধতি মানলেই কিন্তু সেই বাজে স্মৃতি থেকেই মুক্তি পাওয়া সম্ভব। না না আমি মনের দাগের কথা বলছি না। তবে শরীরের পুরনো দাগ হালকা করা বা অনেকটা কমিয়ে ফেলা সম্ভব। রইল সেই টিপস।

অ্যালোভেরা জেল ব্যবহার করুন - প্রাকৃতিক অ্যালোভেরা জেল দাগ হালকা করতে অত্যন্ত কার্যকর। এটি ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং পুরনো কোষ ঝরিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে। দিনে ২ বার দাগের উপর এটি লাগান। ১মাসে পার্থক্য বুঝতে পারবেন।

ভিটামিন E অয়েল - ভিটামিন ই অয়েল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ক্ষতস্থান সারাতে এবং দাগ কমাতে সাহায্য করে। বাজারে ক্যাপসুল আকারে পাওয়া যায়। প্রতিদিন রাতে দাগের উপর আলতো করে লাগিয়ে দেখতে পারেন।

লেবুর রস ও মধু - লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, আর মধু ত্বককে হাইড্রেট করে। সমপরিমাণ লেবুর রস ও মধু মিশিয়ে দাগের উপর লাগান। ১৫-২০ মিনিট ওই ভাবে রেখে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন। ৭ দিনে তফাত বুঝতে পারবেন।   

নারকেল তেল ও হলুদ - নারকেল তেল ত্বকের পুনর্গঠনে সাহায্য করে আর হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ। এই মিশ্রণ দিনে একবার দাগের উপর লাগালে ধীরে ধীরে দাগ হালকা হয়।

আলুর রস - আলুতে রয়েছে এনজাইম যা ত্বক ফর্সা করে। প্রতিদিন দাগে কাঁচা আলুর রস লাগালে কালো ছোপ বা দাগ হালকা হতে শুরু করে।

বেসন ও দুধের প্যাক - বেসন, কাঁচা দুধ ও এক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে দাগের উপর লাগান। শুকিয়ে গেলে হালকা করে ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বকের মৃত কোষ তুলে দিয়ে নতুন কোষ গঠনে সহায়তা করে।