শীত পড়তেই মুখে ব্রনর হানা? তাকে দূর করবেন কী ভাবে?
credit: Getty Images
TV9 Bangla
শীত পড়তেই মুখ ভরে যাচ্ছে ব্রনোতে। সামনেই বড়দিন, মানেই বন্ধুদের সঙ্গে পার্টি, পিকনিক যাওয়া লেগেই আছে। তার মাঝে ব্রনতে মুখ ভরে গেলে খুব মুশকিল। কী ভাবে পাবেন দ্রুত মুক্তি জানেন?
মুখে ব্রন বা অ্যাকনে দেখলেই তাঁকে খোটাখুটি করা অনেকের স্বভাব। এটা কিন্তু মোটে করা উচিত নয়। খুটলে, ছুলে তাতে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যেতে পারে, ফলে ব্রন সারলেও দাগ রয়ে যেতে পারে।
তৈলাক্ত ত্বক ব্রন বা অ্যাকনের সমস্যার অন্যতম মূল কারণ। তাই আপনার ত্বকে মানানসই ক্লিনসার দিয়ে আলতো হাতে ত্বকের নোংরা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করে নিতে পারেন।
ত্বকের লালচে ভাব কমাতে বরফ অব্যর্থ। এক টুকরো কাপরে বরফ বেঁধে নিয়ে তা হালকা ভাবে মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকের ফোলাভাব কমে, ত্বক হাইড্রেটেড থাকে।
যখন ত্বকের জন্য ক্রিম বাছবেন, দেখে নিন তাতে বেঞ্জাইল পারঅক্সাইড এবং সেলিসাইলিক অ্যাসিড আছে কি না। এই দুই উপাদান ব্রনর ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ত্বক ভাল রাখতে সাহায্য করে।
ত্বকে ব্রন বা অ্যাকনের পরিমাণ বেশি হলে, কটা দিন মেক আপ করা থেকে বিরত থাকুন। অনেক সময় প্রসাধন সামগ্রীর রাসায়নিক থেকেও ত্বকের ক্ষতি হয়।
মুখে ট্রি টি তেল মাখতে পারেন। এতে আছে অ্যান্টি ব্যাকটে রিয়াল উপাদান যা, ইনফ্লেমেশন কমিয়ে ব্রন বা পিম্পলের আকার ছোট করতে সাহায্য করে।
শীতকালে ত্বককে হাইড্রেট রাখাটাও গুরুত্বপূর্ণ। ত্বকের হাইড্রেশন বজায় রাখতে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।