বর্ষা আসতেই বেড়েছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী করে?

রইল কিছু ঘরোয়া উপায়

 ঘরের অন্ধকার জায়গায় আলো লাগান

ঘরে এসি চালিয়ে রাখলে ভাল

 কারণ ডেঙ্গু বা ম্যালোরিয়া মশা গরমে বংশবিস্তার করে

বাড়ির কোথাও জল জমতে দেবেন না

এসব রোগের সঙ্গে লড়াই করার জন্য চাই রোগ প্রতিরোধ ক্ষমতা

তাই ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খান