রসুনের খোসা ছাড়ালে বা কাটলে হাত দিয়ে বিশ্রী গন্ধ বের হয়।

রসুনের মধ্যে থাকা সালফার যৌগ ত্বকের সংস্পর্শে এসে তীব্র হয়ে ওঠে।

সাবান দিয়ে বারবার হাত ধুলেও রসুনের হন্ধ যেতে চায় না।

গন্ধ এড়াতে রসুন কাটার সময় হাতে গ্লফস পরে নিতে পারেন।

এভাবে রসুন কাটার বদলে গন্ধ দূর করার সহজ টোটকা জেনে নিন।

দাঁত মাজার মাজন ও মাউথওয়াশ একসঙ্গে নিয়ে ৩০ সেকেন্ড হাত ঘষে নিন।

নুন ও বেকিং সোডায় জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে হাতে ঘষতে পারেন।

হাতে লেবুর রস বা লেবুর খোসা ঘষলেও রসুনের গন্ধ চলে যাবে।

কফির গুঁড়ো নিয়ে হাতে ঘষলে রসুনের গন্ধ চলে যাবে।