27 July 2024

ওয়াটারপ্রুফ আইলাইনার তোলার নিয়ম জানেন?

credit: istock

TV9 Bangla

বর্ষাকালে কাজল পরার ঝক্কি অনেক। যে কোনও সময় ঘেঁটে যেতে পারে। তা-ই তো এখন ওয়াটারপ্রুফ আইলাইনারই ভরসা। 

শীত-গ্রীষ্ম-বর্ষা বছরভর পরা যায় ওয়াটারপ্রুফ আইলাইনার। তবে, ঝক্কি পোহাতে হয় চোখের পাতা থেকে ওয়াটারপ্রুফ আইলাইনার তুলতে।

মেকআপ করার সময় আমরা যতটা যত্ন নিই, সেই ধৈর্য থাকে না তোলার সময়। ঠিকমতো মেকআপ না তুললে কিন্তু ত্বকের ক্ষতি।

ওয়াটারপ্রুফ আইলাইনার, চড়া আই মেকআপ পরিষ্কার করতে সাহায্য নিতে পারে অয়েল বেসড আই মেকআপ রিমুভারের।

তুলোর বলে কয়েক ফোঁটা রিমুভার নিন এবং এটা চোখের পাতায় ১৫-২০ সেকেন্ড চেপে রাখুন। তারপর ধীরে ধীরে মুছে নিন।

এছাড়া মাইসেলার ওয়াটারে তুলো ভিজিয়ে চোখের পাতার উপর ধরে রাখুন। তারপর মুছে নিন। এভাবেও কিন্তু আই মেকআপ উঠে যাবে।

হাতের কাছে মেকআপ রিমুভার না থাকলে আমন্ড তেল বা নারকেল তেলের সাহায্য নিন। এতেও ওয়াটারপ্রুফ আইলাইনার মুছে যাবে।

কয়েক ফোঁটা তেল নিয়ে চোখের পাতার উপর ১৫ সেকেন্ড ধরে রেখে ঘষলেই আইলাইনার উঠে যাবে। তারপর চোখের চারপাশ পরিষ্কার করে নিন।