7th December, 2024

এই টিপস মানলেই শীতকালে ফুটিফাটা ঠোঁট সারবে নিমেষে

Credit - Getty Images 

TV9 Bangla

শীতকালে রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা অনেকের। আর শীত পড়লেই অনেকের ঠোঁট ফাটা শুরু হয়ে যায়। অনেকের ঠোঁট ফুটিফাটা হয়ে রক্তও বেরোয়।

সব সময় বাজারে পাওয়া পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ফাটা ঠোঁট ঠিক হয় না। তা হলে উপায়? ৬ টিপস মানলেই শীতকালে ফুটিফাটা ঠোঁট সারবে নিমেষে।

ফুটিফাটা ঠোঁট সারাতে সারাদিন ধরে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। যাতে শরীর হাইড্রেট থাকে। এবং ভেতর ও বাইরে দুই দিক থেকে ঠোঁট হাইড্রেট থাকে।

শুষ্ক ঠোঁটের যত্ন নেওয়ার জন্য লিপ ময়েশ্চারাইজার লাগানো উচিত। এ ছাড়া ফাটা ঠোঁটে ভালো মানের লিপ বাম লাগালে এই সমস্যা থেকে রেহাই মিলতে পারে।

শীতকালে ঠোঁট ফাটার হাত থেকে রেহাই পেতে আদ্রতা বজার রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। আর আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরানো প্রয়োজন। বাড়িতে স্ক্রাব বানিয়ে এক্সফোলিয়েট করা যেতে পারে।

শুষ্ক আবহাওয়ায় ঠোঁটে টান বাড়ে, চামড়া ছিড়ে যায়। লিপস্টিক লাগিয়ে অনেকেই ঠোঁটের যত্ন হয় মনে করেন। রোজ রাতে ঘুমোনোর আগে লিপস্টিক রিমুভার দিয়ে তুলে ফেলা প্রয়োজন।

অনেকের বদ অভ্যেস থাকে ঠোঁট জিভ দিয়ে চাটার। শীতকালে এই অভ্যেস অতি অবশ্যই ত্যাগ করা প্রয়োজন। লিপ বাম দিয়ে যদি ঠোঁট চাটেন কেউ, তা হলে ঠোঁটের অবস্থা খারাপ হয় আরও।

ঘরোয়া উপায়ে লিম বাম বানিয়ে লাগালে ফাটা ঠোঁটের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। রোজ রাতে ঘি বা মধুর সঙ্গে বাজারে পাওয়া পেট্রোলিয়াম জেলি মিলিয়ে লাগালে উপকার মিলতে পারে।