কবে বৃষ্টি হবে? সেইদিকেই আপাতত তাকিয়ে আছে দক্ষিণবঙ্গের লোকজন। মাঝে মধ্যে হালকা মেঘের দেখা মিললেও বৃষ্টির দেখা নেই। এরকম অস্বস্তিকর অবস্থা আর কতদিন চলবে তার পূর্বাভাস আবহাওয়া অফিস এখনো দেয়নি।
তাই যতদিন না বৃষ্টি হয়,আবহাওয়ার পরিবর্তন হয়, দাবদাহ না কমে, ততদিন সাবধানতা নেওয়া প্রয়োজন। কিন্তু কীভাবে ফিট থাকবেন গরমে? সেই উত্তর দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
অভিনেত্রী বলেন, "ঘর থেকে কম বেরোলে ভাল হয়। প্রয়োজন না হলে বেরনোরই দরকার নেই।"
তৃণমূল সাংসদ আরও বলেন, "এই সময় জল বেশি করে খেতে হবে।"
কোনও তেল-ঝাল-মশলাদান না খাবার খাওয়ার পরামর্শ দেন তিনি। রচনা সাবধান করে বলেন, "রেস্তোরাঁর খাবার খাওয়া চলবে না।"
অভিনেত্রীর কথায়, গরম তো এখন জীবনের অংশ হয়ে গিয়েছে। কী করা যাবে!
তিনি বলেন, "আমি নিজে এই খাবারের ব্যাপারে খুবই সচেতন। সূর্য অস্ত যাওয়ার পর কিছু খাওয়া চলবে না। এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত ভাল থাকবে।"