17th May, 2025

কু-নজর এড়াতে লঙ্কার সঙ্গে পাতিলেবু নাকি গন্ধরাজ কোনটা ব্যবহার করবেন? 

TV9 Bangla

Pic Credit- Getty Image and Freepik

অনেক ব্যক্তি দোকান, গাড়ি, অফিসের মূল দরজায় লেবু-লঙ্কা ঝোলান। শাস্ত্রে বলা হয় কু-নজর, অশুভ শক্তিকে দূরে রাখার জন্য এ কাজ করা হয়।

এ বার যখন ওই লেবু-লঙ্কা শুকিয়ে যায়, তা অনেকে রাস্তায় ফেলে দেন। জ্যোতিষশাস্ত্র মতে ওই শুকিয়ে যাওয়া লেবু-লঙ্কাতে কোনওভাবেই পা দেওয়া ঠিক নয়।

আরও ভালো করে বললে, শাস্ত্র অনুযায়ী রাস্তায় পড়ে থাকা নানা জিনিস ডিঙিয়ে যেতে নেই। এমনটা করলে সেই ব্যক্তি সঙ্গী হয় দুর্ভাগ্য।

অনেকেই বলে থাকেন, শুকনো লেবু-লঙ্কাতে অশুভ শক্তি বাস করে। তাই যে ব্যক্তি সেটি রাস্তায় ডিঙিয়ে যান, ওই ব্যক্তির পিছু নেয় অশুভ শক্তি।

শাস্ত্র বলছে, রাস্তায় যখন কেউ দেখবেন লেবু-লঙ্কা পড়ে রয়েছে, তা না ডিঙিয়ে পাশ দিয়ে হেটে চলে যাওয়াই ভালো। এমনটা করলে কোনও সমস্যা হয় না।

এ বার প্রশ্ন হল কু-নজর এড়ানোর জন্য যে লেবু-লঙ্কা ব্যবহার করবেন, তাতে কোন লেবু দেবেন? পাতিলেবু নাকি গন্ধরাজ?

বাজারে পাতিলেবু ও গন্ধরাজ দুই-ই পাওয়া যায়। তবে এই কু-নজর এড়ানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে পাতিলেবু ব্যবহার করতে দেখা যায়।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস, শাস্ত্র সংক্রান্ত থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।