6 June 2024
বাঁচাতে চুল, মাথায় মাখুন এই ফুল
TV9 Bangla
চুল নিয়ে সমস্যায় থাকেন অনেক মহিলায়। চুল যদি বড় হয়, তাহলে তার যত্ন করা কম পরিশ্রমের কাজ নয়।
চুল ঝরে যাওয়া, পাতলা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেরই থাকে।
চুল ভালো রাখতে হলে চুলের পুষ্টি জোগান থাকা আবশ্যক। তাতে চুল হবে ঘন ও লম্বা। চুলের ডলা ফাটার সমস্যাও মিটবে।
চুলের যত্ন নিতে জবা ফুলের বিকল্প খুব কমই আছে। প্রাকৃতিক এই উপাদান বাডা়বে চুলের জেল্লা পাশাপাশি চুল হবে ঘন, মসৃণ।
জবা ফুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এটি চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে।ফলে চুলের ঘনত্ব বাড়ে, চুলের গোড়া মজবুত হয়।
জবাতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি। এগুলি চুলের প্রাকৃতিক জেল্লা ধরে রাখে। ফলিকলগুলিও পুষ্টি পায়। নতুন চুল গজাতেও সাহায্য করে।
জবা ফুলগুলি খুব ভাল করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন। অ্যালো ভেরার পাতাটা ভাল করে ধুয়ে মাঝ বরাবর চিরে ভিতরের জেলটা চামচ দিয়ে বার করে নিন।
দুটি ভালো করে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। তার পর তা মাথায় লাগান। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।
Learn more