ক্রমে বাড়ছে ডেঙ্গু। বাচ্চা থেকে বুড়ো, এই মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারান অনেকেই। তাই আমাদের প্রয়োজন আগাম সতর্কতা অবলম্বন করা
মশার উপদ্রব কমবেশি সব বাড়িতেই রয়েছে। তবে জানেন কি এমন কিছু গাছ রয়েছে যা মশার জ্বালাতন থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে। কী সেগুলি? জানুন...
ল্যাভেন্ডার গন্ধ পছন্দ করেন না এমন মানুষ নেই! এর তীব্র গন্ধে মশা ধারে কাছেও আসতে পারে না। তাই বারান্দায় ল্যাভেন্ডার গাছ রাখতে পারেন। মশা কমবে। ল্যাভেন্ডার গাছ সূর্যের আলোর দিকে রাখলে ভাল
বাড়ির চারপাশে, ছাদে বা বারান্দায় সৌন্দর্য বাড়াতে অনেকেই গাঁদা ফুলের গাছ লাগিয়ে থাকেন। গাঁদা ফুলের গন্ধেও মশা আসে না। টবে গাঁদা গাছ বসিয়ে রাখতে পারেন
বাড়ির বারান্দা কিংবা বাড়িতে ঢোকার মুখে রাখতে পারেন এই গাছ। শুধুমাত্র মশাই নয়, নানা ধরনের মাছি তাড়াতেও গাঁদার জুড়ি মেলা ভার!তাই বাড়িতে অবশ্যই লাগান
বাড়িতে জায়গা থাকলে লেমন গ্রাস লাগাতে পারেন। এটি ঘাস প্রজাতির গাছ। এই ঘাসের তীব্র গন্ধে মশা ধারে-কাছে ঘেঁষে না। তাই, বাড়িতে লেমন গ্রাস লাগান এবং মশা থেকে দূরে থাকুন
মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতে এই উদ্ভিদের জুড়ি মেলা ভার। ক্যাটনিপ গাছের জোরালো ঘ্রাণ মশা তাড়ায়। অনেকে সন্ধের দিকে মশা তাড়াতে ক্যাটনিপের পাতা ঘষে ছড়িয়ে রাখেন
মশা তাড়ানোর ক্ষেত্রে বেসিল খুব কার্যকর। বেসিল বা তুলসীর ঝাঁঝালো গন্ধ মশা দমনের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। বারান্দায়, বাগানে বা ছাদে অন্যান্য গাছপালার সঙ্গে এটা লাগাতে পারেন