21 Aug 2024

৭ নিয়ম মানলেই হবেন ভিকির মতো 'বিয়ার্ড লুক'-এর অধিকারী

credit: google

TV9 Bangla

রণবীর সিংহ হোক বা ভিকি কৌশল, আবার অ্যানিমালের রণবীর কাপুর, নায়কদের 'বিয়ার্ড লুক'-এ ঘায়েল মহিলারা। আপনার প্রেমিকাও কী তাই চান? নিজের দাড়ির যত্ন নেবেন কী ভাবে? রইল টিপস। 

ভাল দাড়ি চাইলে তাঁর নিয়মিত যত্ন চাই। সঙ্গে তাকে নিয়মিত ছাঁটা দরকার। সপ্তাহে অন্তত একবার দাড়ি ট্রিম করা উচিত।

দাড়ির ছাঁট ঠিক রাখতে হলে বিয়ার্ড ট্রিম করতে হবে। তার জন্য আজকাল বাজারে অনেক রকম ট্রিমার পাওয়া যায়। তবে খেয়াল রাখবেন চুল কাটার ট্রিমার আর দাড়ির কাটার ট্রিমার কিন্তু আলাদা।

দাড়ির স্টাইল পরিবর্তন করতে চাইলে নতুন দাড়ি গজানোর সঙ্গে সঙ্গে তা কাটবেন না। বরং তা খানিকটা বড় করুন।

দাড়ি রুক্ষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা দাড়িতে ময়শ্চারাইজার লাগান। তাতে দাড়ির স্বাস্থ্য ভাল থাকে।

রোদে বেরোলে মুখে যেমন সানস্ক্রিন মাখেন, তেমনই দাড়ির জায়গাটুকু বাদ দিলে হবে না। দাড়ির নীচের ত্বকে লাগাতে হবে সানস্ক্রিন, এতে ত্বকে কালচে ছোপ পড়বে না, দাড়িও চকচক করবে।

চুলের শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করেন অনেকে। তেমনই দাড়িতেও কন্ডিশনার লাগান। এতে দাড়ির স্বাস্থ্য ভাল থাকে।

ঘন সুন্দর দাড়ি চাইলে নিয়মিত এসেনশিয়াল অয়েল লাগাতে হবে। তবে এসেনশিয়াল তেল অনেকের সহ্য হয় না, তাই ত্বক চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।