6 June 2024
মাত্র ২ উপাদানেই ট্যান তুলুন এভাবে
credit: istock
TV9 Bangla
দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম কমার নাম নেই। তার সঙ্গে চড়া রোদ। আর গায়ে ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা।
রোদে সানস্ক্রিন ও ঢাকা পোশাক পরে না বেরোলে ট্যান পড়তে বাধ্য। আর এই ট্যান তুলতেও আপনাকে বেশ কসরত করতে হয়।
ট্যান তুলতে ট্যান-রিমুভ্যাল প্যাকের দরকার নেই। হাতের কাছে থাকা চালের গুঁড়ি ও টমেটো দিয়েই ট্যান পরিষ্কার করা যায়।
চালের গুঁড়ি ও টমেটোর পেস্ট দুর্দান্ত এক্সফোলিয়েটর। এটি ত্বক থেকে মরা কোষ পরিষ্কার করে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।
টমেটো ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে কাজ করে। পাশাপাশি টমেটোতে থাকা লাইকোপেন ইউভি রশ্মির হাত থেকে ত্বক রক্ষা করে।
চালের গুঁড়ি ও টমেটোর পেস্ট হাত-পা থেকে ট্যান তোলার পাশাপাশি সানবার্নের সমস্যাও দূর করে। ত্বকের স্বাস্থ্য উন্নত করে।
টমেটো দু'টুকরো করে নিন। টমেটোর এক পাশে চালের গুঁড়ি লাগিয়ে নিন। এবার এই চালের গুঁড়ি মেশানো টমেটো ত্বকের উপর ঘষুন।
টমেটো কুড়ে নিন। এতে চালের গুঁড়ি মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই বডি স্ক্রাব রোজ স্নানের সময় ব্যবহার করলেই ট্যান থেকে মুক্তি মিলবে।
আরও পড়ুন