crow pic

21st February,  2025

কাকের বুদ্ধি হার মানাবে বাঘ-সিংহকেও

TV9 Bangla

image

Credit - Canva

পৃথিবীতে বহু প্রাণীর বাস। এই প্রাণীদের মধ্যে বেশ কয়েকটি বুদ্ধির দিক থেকে একে অপরকে গোল দেয়। মানুষের বুদ্ধি নিয়ে যত কম বলা হয়, ততই যেন ভালো।

পৃথিবীতে বহু প্রাণীর বাস। এই প্রাণীদের মধ্যে বেশ কয়েকটি বুদ্ধির দিক থেকে একে অপরকে গোল দেয়। মানুষের বুদ্ধি নিয়ে যত কম বলা হয়, ততই যেন ভালো। 

মানুষ ছাড়া পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে রয়েছে ডলফিন, শিম্পাঞ্জি এবং আরও বেশ কয়েকটি প্রাণী।

মানুষ ছাড়া পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে রয়েছে ডলফিন, শিম্পাঞ্জি এবং আরও বেশ কয়েকটি প্রাণী।

এক ঝলকে দেখে নিন ৫ তেমন প্রাণী, যাদের তুখোড় বুদ্ধি। তালিকায় বাঘ, সিংহ নেই। যে প্রাণীগুলো রয়েছে, তার নাম শুনলে যে কেউ চমকে যেতে পারেন।

এক ঝলকে দেখে নিন ৫ তেমন প্রাণী, যাদের তুখোড় বুদ্ধি। তালিকায় বাঘ, সিংহ নেই। যে প্রাণীগুলো রয়েছে, তার নাম শুনলে যে কেউ চমকে যেতে পারেন।

ডলফিন - ডলফিনের বুদ্ধি অসাধারণ। এদের মস্তিষ্ক শরীরের তুলনায় বড় হয়। এরা দ্রুত শিখতে পারে। আচরণ অনুকরণে ওস্তাদ।

হাতি - এদের বুদ্ধি ও স্মৃতিশক্তি অসাধারণ। এরা মানুষকে ভালো শনাক্ত করতে পারে। প্রতিকূল পরিবেশে নতুন কিছু শিখতে এবং নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে।

কাক - কাক বরাবর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। এদের স্মৃতিশক্তি প্রখর। বুদ্ধিও প্রচুর। মানুষের চেহারা ভালো মতো মনে রাখতে পারে।

শিম্পাঞ্জি - নিখুঁতভাবে মুখ এবং ঘটনা মনে রাখতে পারে। বছরের পর বছর কারও মুখ না দেখলেও তারা চিনতে পারে। দীর্ঘদিন ধরে লুকোনো খাবারের জায়গা মনে রাখতে পারে।

ঘোড়া - বছরের পর বছর ধরে চালকদের চিনতে পারে। মানুষের কণ্ঠস্বর খুব ভালো বুঝতে পারে। মুখ মনে রাখতে পারে। বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী আচরণ করে।