নতুন বছরে জলের দামে পেয়ে যাবেন এই ৫ নতুন স্কুটি! কী ভাবে জানেন?
credit: Getty Images
TV9 Bangla
অটো মোবাইলের বাজারে হু হু করে বাড়ছে বৈদ্যুতিন গাড়ি থেকে স্কুটারের চাহিদা। একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে তেমনই খরচ কম।
গাড়ির থেকে বাইক প্রস্তুতকারী সংস্থাগুলিও প্রতিদিন বাজারে নিয়ে আসছে নিত্য নতুন গাড়ি বা বাইক। এমনকি বিলাসবহুল বৈদ্যুতিন গাড়িও নিয়ে আসছে বহু সংস্থা।
এই বছরেই বহু সংস্থা কম দামে গ্রাহকদের জন্য নিয়ে আসছে বেশ কিছু দারুণ বৈদ্যুতিন বাইক। আপনিও কি বৈদ্যুতিন স্কুটার কিনবেন ভাবছেন? রইল সস্তায় ৫ স্কুটারের হদিস।
আথার রিজটা, বৈদ্যুতিন স্কুটির বাজারে গ্রাহকদের অন্যতম পছন্দ হতে চলেছে। এক্স শো রুম দাম শুরু হচ্ছে ১ লক্ষ ১০ হাজার টাকা থেকে। একবার চার্জ দিলে এই শুটি ১২৩-১৬০ কিলোমিটার ছুটতে পারে।
টিভিএস আইকিউব এসটি ৫.১ কিলোহার্জ স্কুটির এক্স শো রুম দাম ১ লক্ষ ৮৫ হাজার টাকা। একবার চার্জ দিলেই ১৫০ কিলমিটার চলবে এই স্কুটি।
হিরো মোটোকর্প ভিদা ভি২ বৈদ্যুতিন স্কুটিটি আবার একবার চার্জ দিলেই ছুটবে ৯৪-১৬৫ কিলোমিটার। এই দু-চাকার এক্স শো রুম দাম শুরু মাত্র ৯৬ হাজার টাকা থেকে।
বাজাজ চেতক বাইক লাভারদের কাছে আবেগ। এইবার সেই চেতক হাজির বৈদ্যুতিন সেগমেন্টে। রেঞ্জ ১৫৩ কিলোমিটার, এক্স শো রুম দাম শুরু ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে।
নতুন বছরে হন্ডা আনতে চলেছে অ্যাক্টিভা ইলেক্ট্রিক স্কুটি। একবার চার্জ দিলেই এই স্কুটি ছুটবে ১০২ কিলোমিটার। যদিও দাম এখনও জানা যায়নি। (বিঃদ্রঃ - দাম জায়গা ভেদে পরিবর্তনশীল। সঠিক দাম পেতে নিজের কাছের শো রুমে যোগাযোগ করুন।)