22 March 2024

এরাই বিশ্বের সুখীতম দেশ, ভারতীয়দের অবস্থা কেমন?

TV9 Bangla

বিশ্বের কোন দেশের বাসিন্দা সবথেকে সুখে আছেন। সেই রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। কোনও দেশের বয়স্ক ব্যক্তিদের সুখী থাকার নিরিখেই এই তালিকা।

এই তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। টানা সাত বছর ধরেই শীর্ষে ইউরোপের এই দেশ।

সুখী দেশের তালিকায় দ্বিতীয় স্থানে ডেনমার্ক। ১৪৩টি দেশের মধ্যে দ্বিতীয় তাঁরা।

তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। ইউরোপের উত্তর প্রান্তের এই দেশবাসীর জীবনও আনন্দেই কাটে।

সুইডেন রয়েছে এই তালিকার চতুর্থ স্থানে।

পঞ্চম স্থানে রয়েছে ইহুদি প্রধান দেশ ইজরায়েল। প্যালেস্তাইনের সঙ্গে লাগাতার সঙ্ঘাত সত্ত্বেও সুখী সে দেশের বাসিন্দারা।

এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ডাচরাও সুখের জীবন কাটান বলেও উঠে এসেছে রিপোর্টে।

যদিও আমেরিকার স্থান এ বছর কিছুটা পিছিয়েছে। ২০ থেকে ২৩ তম স্থানে নেমে এসেছে।

আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে তালিকার ১২৬ স্থানে। লিবিয়া, ইরাক, প্যালেস্তাইনের থেকেও এ ব্যাপারে পিছিয়ে ভারত।