4th July, 2025

গামছা নাকি তোয়ালে, ত্বকের জন্য কোনটা ভালো?

TV9 Bangla 

Credit - Getty Images

তোয়ালে ও গামছা দুটোই শরীরের ত্বক মোছার জন্য ব্যবহৃত হয়। দুটো আলাদা আলাদা উপাদান দিয়ে তৈরি। গামছা খানিক খসখসে আর তোয়ালে নরম হয়।

প্রত্যেক ব্যক্তির ত্বকের ধরন অনুযায়ী গামছা বা তোয়ালে বেছে নেওয়া উচিত। দুটি জিনিসই ব্যবহার করা সহজ। কিন্তু এক জায়গায় গামছা তোয়ালের থেকে এগিয়ে।

গামছা ভীষণ পাতলা হয়। যার ফলে এটি ব্যবহার করার পর ভেজালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। অন্যদিকে তোয়ালে মোটা হয়। ভিজলে তাড়াতাড়ি শুকোয় না।

তোয়ালে মোটা এবং নরম হওয়ার ফলে তাড়াতাড়়ি শরীর থেকে জল শোষণ করতে পারে। ত্বকে ঘষাও লাগে না।

গামছা যেহেতু খানিক খসখসে তার জন্য ত্বকে ঘষা লাগে। অনেক সময় গামছা অতিরিক্ত ব্যবহার করলে ত্বর আরও শুষ্ক হয়।

যাদের তৈলাক্ত ত্বক, তাদের গামছা ব্যবহার করা ভালো। কারণ, খুব কম সময়ে অপরিষ্কার গামছা কেচে ধুয়ে শুকিয়ে নেওয়া যায়।

তোয়ালে কাচলে সহজে তা শুকোয় না। বিশেষজ্ঞরা বলেন, তোয়ালে কম করে তিন বার ব্যবহার করার পর কেচে নিতে হবে।

অনেকে তোয়ালে ব্যবহার করতে পারেন না। কারণ, গামছার থেকে তোয়ালের দাম বেশি হয়। যার ফলে সকলের পক্ষে তোয়ালে ব্যবহার সম্ভব হয় না।