27 February 2024

ঠোঁট ফেটেছে? গোলাপ জল লাগান

credit: istock

TV9 Bangla

বসন্তের আবহেও ঠোঁট ফাটে। গরম বাড়লেও ফাটা ঠোঁটের সমস্যা সহজে পিছু ছাড়ে না। আর শুধু লিপ বাম দিয়ে ঠোঁটের যত্ন নেওয়া যায় না। 

ঠোঁটের যত্নে দুর্দান্ত কাজ করে গোলাপ জল। ফাটা ও কালচে ঠোঁটের যত্নে আপনি গোলাপ জল ব্যবহার করতে পারেন। রইল টিপস।

ঠোঁটের উপর মৃত কোষের স্তর জমতে থাকে। এতে ঠোঁট কালো হয়ে যায়। এই অবস্থায় লিপ স্ক্রাব দারুণ কাজ দেয়। গোলাপ জল দিয়ে বানান স্ক্রাব।

গোলাপ জলের সঙ্গে চিনি মিশিয়ে লিপ স্ক্রাব বানিয়ে নিন। এই লিপ স্ক্রাব ঠোঁটের উপর লাগিয়ে সার্কুলার মোশনে ঘষে নিন। তারপর ধুয়ে ফেলুন।

লিপ মাস্ক বানান গোলাপ জল দিয়ে। ১ চামচ মধু ও আমন্ড অয়েলের সঙ্গে ১ চামচ গোলাপ জল মিশিয়ে লিপ মাস্ক বানিয়ে ফেলুন। 

এই লিপ মাস্ক ঠোঁটের উপর ১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর দ্ধুয়ে ফেলুন। এটি ঠোঁটকে নরম আর কোমল করে তুলবে।

ঠোঁটের কালচে ভাব দূর করতে গোলাপ জলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন। এতে তুলোর বল ডুবিয়ে ঠোঁটে লাগিয়ে নিন।

দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ পরিষ্কার করে দেয়। এটি ঠোঁটলে নরম করে তোলে। পাশাপাশি ঠোঁটের কালচে ছোপ দূর করবে।