হরেক গুণের অধিকারী 'টি ট্রি অয়েল'

9 September 2023

মোটামুটি সারা বিশ্বব্যাপী দৈনন্দিন ভিত্তিতে ব্যবহৃত হয়, এমন তেলের তালিকার কথা বলতে গেলে তার শীর্ষেই রয়েছে টি ট্রি অয়েল

করোনার জেরে আমরা প্রত্যেকেই মোটামুটি হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে পরিচিত। যেহেতু ব্যাকটেরিয়া দমনে এটি সহায়ক, ফলে হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে এটিই মুখ্য উপাদান হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে

চা গাছের তেলে বা টি ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গরমে ঘামার গন্ধ থেকে প্রতিকার দিতে পারে। যেহেতু প্রাকৃতিক,তাই আপনার চামড়ায় কোনও ক্ষতি হয় না

বাড়ি থেকে পোকামাকড় তাড়াতে এই তেলের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, মশা তাড়াতেও বেশ কার্যকরী এই টি ট্রি অয়েল

হাতে বা পায়ে বা শরীরের যে কোনও জায়গায় টুকটাক কেটে গেলে নির্দ্বিধায় টি ট্রি অয়েল লাগিয়ে নিতে পারেন। প্রাকৃতিক, তাই এই তেলের তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই

শরীরের কোথাও কোনও আঘাত লাগে, সেই ক্ষত শুকোতে যদি সময় লাগে, একটু টি ট্রি অয়েল ব্যবহার করে দেখতে পারেন

জানেন কি আপনার নখের মধ্যেও ফাঙ্গাস জন্মাতে পারে? ভয় পাবেন না। কখনও এমনটা হলে একটু টি ট্রি অয়েল লাগিয়ে নেবেন। শীঘ্রই মিলবে উপকার

ব্রণ সারাতেও এই তেল খুবই উপকারী। একাধিক গবেষণা থেকেই তা প্রমাণিত। ব্রণর ব্যথাও কমে এই তেলের গুণে

বাড়ির বিভিন্ন জায়গা পরিষ্কার করতেও এই চা গাছের তেল অব্যর্থ। যদি রাসায়নিক দ্রব্য ব্যবহারে খুব একটা উৎসাহী না হন তাহলে এই তেল ব্যবহার করতে পারেন