20 July 2024

৬ গাছ লাগালেই বাড়িতে হু হু কর বাড়বে অক্সিজেনের মাত্রা

credit: google

TV9 Bangla

একদিকে উষ্ণায়ন তো অন্য দিকে দূষণ, এই দুই নিয়েই জেরবার মানুষ। তার মধ্যে নিজের বাড়িতে এক টুকরো সবুজের শখ অনেকেরই।

সেই সবুজ যদি হয় বাড়তি অক্সিজেনের কারণ! তা হলে মন্দ হয় না। এমন কিছু গাছ আছে যা আপনার বাড়িতে বৃদ্ধি করবে অক্সিজেনের মাত্রা।

স্নেক প্ল্যান্ট বাতাসের টক্সিন শুষে নেয়, ট্রাইক্লোরোথাইলিন ফর্মাল ডিহাইড জাতীয় ক্ষতিকারক উপাদান শোষণ করে, ২০০ বর্গ মিটার অবধি এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারে। 

তুলসী গাছ কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাসকে শোষণ করে চারপাশের বাতাসকে শুদ্ধ করে। 

একটা অ্যালোভেরা গাছ ৯টা কৃত্রিম এয়ার পিউরিফায়ারের সমান কাজ করতে পারে। খুব তাড়াতাড়ি বাতাসের ক্ষতিকর টক্সিন শোষণ করে নেয়। অ্যালোভেরা ত্বকের জন্য বেশ ভাল।

মানিপ্ল্যান্ট বাড়ির দূষিত গ্যাস বেঞ্জিন, ফর্মাল ডিহাইড, ইথিলিনের মাত্রা কম করতে সাহায্য করে। আবার বাস্তু মতে গৃহস্থের জন্য শুভ এই গাছ।

বাঁশ গাছ বাড়িতে লাগালে ঘরের ভিতরে অক্সিজেনের মাত্রা বাড়ায়। ক্ষতিকারক টক্সিন, বেঞ্জিন, বাতাসের দূষিত কণা টোলুইন শোষণ করে নেয় এই গাছ।

রঙিন ফুল জারবেরা ডেইজি। ২৪ ঘন্টা বায়ুবাহিত ফর্মাল ডিহাইডের ৫০ শতাংশ, বেঞ্জিনের ৬৭ শতাংশ, ট্রাইক্লোরোথাইলিনের ৩৫ শতাংশ কমিয়ে দেয়।