20 july 2024
এই ৬ উপায় মানলেই নিশ্চিত কমবে বিদ্যুতের বিল
credit: igoogle
TV9 Bangla
আয় না বাড়লেও দিন দিন বেড়েই চলেছে বিদ্যুতের বিলের খরচ। সেই খরচ সামলাতে পকেটের হাল বেহাল। কী করবেন ভেবে পারছেন না?
সামান্য কিছু পরিবর্তনে হতে পারে মুশকিল আসান! মেনে চলুন এই ৬ উপায়। তা হলে নিমেষেই কমবে আপনার বিদ্যুতের খরচ!
সবচেয়ে বেশি বিদ্যুৎ পোড়ে বাল্ব বা টিউবলাইটে। বদলে এলইডি লাগান। এলইডি আলো ৭৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় কমায়, চলেও অনেকদিন।
ফ্রিজ বা এসি কেনার আগে এনার্জি স্টার লেবেল দেখে নিন। এই প্রোডাক্ট মার্কিন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির নির্দেশিকা মেনে বানানো। বিদ্যুৎ সাশ্রয় হয়।
বৈদ্যুতিন জিনিস স্যুইচ অফ করেও প্লাগে লাগানো থাকে। এতে বিদ্যুৎ খরচ হয়। একে ‘ফ্যান্টম’ বা ‘স্ট্যান্ডবাই’ বলে।
ওয়াশিং মেশিনে জল গরম করার জন্য অনেক বিদ্যুৎ খরচ হয়। ঠান্ডা জলে জামাকাপড় কাচলে বিদ্যুৎ সাশ্রয় হতে পারে।
পাশাপাশি ফুল লোডে চালানো হচ্ছে কি না সেটা দেখে নিন। জামাকাপড় শুকনোর জন্য ড্রায়ার ব্যবহার না করে রোদে মেলে দিলে বিদ্যুৎ বাঁচবে।
হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার। নির্দিষ্ট সময় অন্তর ফিল্টার বদলালে অনেকটা বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দেয়।
আরও পড়ুন