09  March, 2024

রোজ সকালে এক কাপ লিকার চা কিন্তু মাস্ট!

credit: Pinterest

TV9 Bangla

জামাকাপড় ইস্ত্রি করা একটা বড় কাজ। রোজকার জামাকাপড় ইস্ত্রি করার নাম শুনলে আবার অনেকের গায়ে জ্বর আসে।

নিজে না পারলে তখন ইস্ত্রি করাতে দিতে হয় দোকানে। তবে এত ঝামেলার দরকার নেই। চাইলে ইস্ত্রি ছাড়া টানটান করে নিতে পারবেন জামাকাপড়।

হ্যাঁ, এমনকিছু উপায় রয়েছে যা মানলে ইস্ত্রি ছাড়াই জামাকাপড়ের যত্ন নিতে পারবেন আপনি। জেনে নিন সেই আসল উপায়।

ইস্ত্রি ছাড়া জামাকাপড় আয়রন করতে তা বালিশের নীচে রেখে দিতে পারেন। বালিশের চাপে জামাকাপড় টানটান থাকবে।

এ ছাড়া বাড়িতে ইস্ত্রি না থাকলে গরম জলের পাত্র দিয়ে জামাকাপড় আয়রন করে নিতে পারেন। গরম জলের বাটির তলার অংশের চাপে জামা টানটান হয়ে যাবে।

পাশাপাশি ব্যবহার করতে পারেন ভিনিগার স্প্রে। কুঁচকে যাওয়া জামাকাপড়কে নতুনের মতো করতে সাহায্য করে এই স্প্রে। এর জন্য একটি পাত্রে গরম জল নিন। তাতে মেশান ভিনিগার। এ বার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন।

এ বার জামাকাপড়ে ছিটিয়ে হাত দিয়ে টানটান করে নিন। দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যাবে জামাকাপড়।

একইভাবে ব্যবহার করতে পারেন হেয়ার ড্রায়ার। জামাকাপড় ভাঁজ করার আগে হেয়ার ড্রায়ার চালিয়ে নিন একবার। দেখবেন না কুঁচকে থাকবে না জামা।