23 rd May, 2025

জেনে নিন কলার খোসার অন্য ব্যবহার

TV9 Bangla

Pic Credit-  Freepik, Canva

কলা খেতে কমবেশি সবাই ভালবাসে। কলা দিয়ে নানারকম সুস্বাদু রেসিপিও অনেকে তৈরি করে থাকেন। কিন্তু যদি জানতে পারেন, যে শুধু কলা নয়, কলার খোসাও কাজে আসে!

কলা খেয়ে তার খোসা ফেলার আগে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে ফেলুন। কলার খোসার নানা ব্যবহার জানলে হতবাক হবেন।

কলার খোসা ত্বকের জন্য খুবই উপকারী। রাতে শোয়ার আগে কলার খোসা মুখে ঘষে নিতে পারেন। ত্বক ঝলমলে হয়ে উঠছে।

যাঁরা ঠোঁট ফাটার সমস্যায় ভুগছেন, তাঁরা রাতে শোয়ার আগে ঠোঁটে ঘষে নিন কলার খোসা। দেখবেন, এতে ঠোঁট উজ্জ্বলও হবে। সমস্যাও মিটবে।

বারান্দায় রাখা গাছের পাতা অনেক সময়ই নোংরা হয়ে যায়৷ গাছের পাতা পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন কলার খোসা৷

আয়না ঝকঝকে রাখতেও কলার খোসা প্রথমে ভাল করে ঘষে নিয়ে তারপর কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন আয়না ঝটপট ঝকঝকে হয়ে যাবে।

দিন দিন দাঁত হলদে হয়ে পড়ছে? দাঁতকে ধবধবে রাখতে কলার খোসার কোনও বিকল্প নেই৷ তাই কলা খোসা দাঁতে ব্যবহার করুন।

দাঁত পরিষ্কার করার জন্য মাজনের চেয়েও বেশি কাজে দেয় কলার খোসা৷ রাতে শোয়ার আগে কলার খোসা দিয়ে দাঁত মেজে নিন।