10th June, 2025

গরমে ত্বকের জেল্লা ভ্যানিশ? এই দুই ফেসপ্যাকেই ফেরান মুখের গ্লো

TV9 Bangla

Credit -  Freepik

পাল্লা দিয়ে গরম চরম অবস্থায় পৌঁছে যাচ্ছে। এই পরিস্থিতিতে হাজার ক্রিম, হাজান সানস্ক্রিন মেখেও কোনও লাভ হচ্ছে না।

গরমে ত্বকের গ্লো তো দূর, উল্টে জেল্লা ভ্যানিশ হচ্ছে। বেশি চিন্তা করার প্রয়োজন নেই। অতি সহজেই দূর করতে পারেন ত্বকের এই কালচে ভাব।

একখানা মাটি ত্বকের জেল্লা ফেরাতে ওস্তাদ। তা হল মুলতানি মাটি। এই মুলতানি মাটি দিয়ে ২ টো সহজ ফেসপ্যাক বানাতে পারেন।

প্রথমে শসার খোসা ছাড়িয়ে রস বের করতে হবে। তাতে দু'চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করতে হবে।

ওই ফেসপ্যাক মুখে ও গলায় ১৫ মিনিট লাগিয়ে রাখতে হবে। তা শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুতে হবে। সেই সময় হালকা করে মাসাজও করে নিতে পারেন।

খুব সহজেই বাড়িতে বানানো যায় এই ফেসপ্যাক। যদি কেউ সপ্তাহে ২-৩ দিন এই ফেসপ্যাক ব্যবহার করেন, তা হলে উপকার পাবেন।

অপর ফেসপ্যাক - ২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল ও এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন।

ওই প্যাক মুখে ও গলাতে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ধুতে হবে। ব্রণর সমস্যা, ত্বকের কালচে ছোপের মতো নানা সমস্যায় ভীষণ কার্যকরী এই প্যাক।