22 nd May, 2025

এই কায়দায় শুধু জল দিয়েই সেরে ফেলুন রূপচর্চা 

TV9 Bangla

Pic Credit-  Canva

দূষণ, সূর্যের আলোয় ত্বকের অবস্থা বেশ খারাপ। উপায় না পেয়ে হাতের সামনে যা ক্রিম, লোশন পাচ্ছেন , মেখে নিচ্ছেন।

 যতদিন যাচ্ছে, মুখে বলিরেখার সংখ্যা বাড়ছে, শুষ্ক হচ্ছে ত্বক। ফলে কুড়িতেই হয়ে উঠছেন বুড়ি। আর চল্লিশে ষাট!

তবে চিন্তা নেই। ঘরেই রয়েছে এই সমস্যার সমাধান। আর খরচও হবে খুব কম। কী করবেন?  ঝটপট জেনে নিন কীভাবে শুধু জল দিয়েই রূপচর্চা করা যায়।

 একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা জল নিন। তারপর সেই ঠান্ডা জলে কিছু পরিমাণ তুলো ভিজিয়ে রাখুন। প্রথমে উষ্ণ জলের ঝাপটায় মুখ ভিজিয়ে নিন। 

ওই ঠান্ডা জলে ভেজানো তুলো দিয়ে মুখটা ভালো করে মুছে নিন। রূপ বিশেষজ্ঞরা বলছেন, এতে মুখ থেকে বলিরেখা দূর হবে।

ত্বক উজ্জ্বল করে তুলতে স্কিন মাসাজ অত্যন্ত জরুরী। তাই জল দিয়ে মুখ ধোয়ার সময় ত্বকে হালকা মাসাজ করুন। এক্ষেত্রে উষ্ণ জল ব্যবহার করুন।

ত্বকের কালো ছোপ দূর করতে ফিটকিরি মেশানো জলে তুলো ভিজিয়ে তা দিয়ে মুখ মুছে নিন। দেখবেন, ত্বকের সব কালো ছোপ দূর হবে।