24th June, 2025
মাত্র ৫ মিনিটেই চুলের সমস্যার সমাধান
TV9 Bangla
Credit - Freepik
বাজার থেকে কন্ডিশনার কিনে তো বহুদিন ধরে ব্য়বহার করছেন। চুলে যেই কে সেই। তার উপর চুল ঝরছে নিয়মিত।
এবার না হয় বাজার থেকে কেনা কন্ডিশনার বাদ দিন। মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলুন ম্যাজিক কন্ডিশনার
একটি কলার সঙ্গে তিন টেবিল চামচ মধু, তিন টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ অলিভ অয়েল এবং একটি ডিম ভালো করে মিশিয়ে নিন।
১৫ থেকে ৩০ মিনিট চুলে লাগিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে ফেলবেন। তাহলেই টের পাবেন উপকার।
দুই কিংবা তিনটে ডিমের সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার, ২ চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন।
তার পর তাতে দেড় চা চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু দিয়ে আবার মিশিয়ে নেবেন।
মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট চুলে লাগিয়ে রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এতে চুল তো মসৃণ হয়ই হেয়ার ফলও বন্ধ হয়।
নিয়মিত এই কন্ডিশেনার ব্য়বহার করুন। দেখবেন এতে চুলের সব রকম সমস্যা দূর হবে।
আরও পড়ুন