03 February 2024
কলা দিয়ে তাড়ান শুষ্ক চুলের সমস্যা
credit: istock
TV9 Bangla
শীত বিদায় নিতে চলল কিন্তু চুলের সমস্যা পিছু ছাড়ল নিল না। শীতকালে চুলের সমস্যা বাড়ে। যত্ন না নিলে শীতের পরও তা থেকে যায়।
শীতকালে চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। তার সঙ্গে খুশকির সমস্যা দেখা দেয়। চুলে আর্দ্রতার অভাব থাকলে এই ধরনের সমস্যা বাড়তে থাকে।
ঠিকমতো চুলের যত্ন না নিলে, ঘন ঘন চুলে স্টাইল করলে চুলের সমস্যা বাড়তেই থাকে। এমন অবস্থায় কাজে আসে হেয়ার মাস্ক।
হেয়ার মাস্ক চুলে অতিরিক্ত আর্দ্রতা জোগায়। শুষ্ক চুলের সমস্যা দূর করে। পাশাপাশি চুলকে উজ্জ্বল ও নরম করে তোলে।
বাজারচলতি হেয়ার মাস্ক ছেড়ে আপনি পাকা কলা দিয়ে চুলের যত্ন নিতে পারেন। চুলের যত্নে কলার হেয়ার মাস্ক দারুণ উপকারী।
পাকা কলাকে ম্যাশ করে নিন। এতে এক চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল হোমমেড হেয়ার মাস্ক।
পাকা কলার সঙ্গে এক চামচ মধু ও দু'চামচ টক দই মিশিয়ে নিন। এই হেয়ার মাস্কও শুষ্ক স্ক্যাল্প ও চুলের সমস্যা দূর করতে সাহায্য করে।
এবার দুই হোমমেড হেয়ার মাস্কের মধ্যে যে কোনও একটি চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
আরও পড়ুন