a women offering water into tulsi tree

15th  March, 2025

পিরিয়ডের সময় তুলসী গাছ ছুঁয়ে ফেলেছেন? অমঙ্গল হবে না তো!

TV9 Bangla

image

Credit - X, Getty Image, Meta AI

বরাবর হিন্দুধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র বলে ধরা হয়। এই গাছের সঙ্গে আধ্যাত্মিক যোগ সুদৃঢ়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ নেতিবাচক শক্তিকে আটকায়। এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।

বরাবর হিন্দুধর্মে তুলসী গাছকে খুবই পবিত্র বলে ধরা হয়। এই গাছের সঙ্গে আধ্যাত্মিক যোগ সুদৃঢ়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ নেতিবাচক শক্তিকে আটকায়। এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।

কথিত আছে, লক্ষ্মী দেবী তুলসী গাছে বাস করেন। যা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী গাছে প্রতিদিব জল দেওয়া শুভ।

কথিত আছে, লক্ষ্মী দেবী তুলসী গাছে বাস করেন। যা অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তুলসী গাছে প্রতিদিব জল দেওয়া শুভ।

তুলসী গাছের সামনে নিয়মিত প্রদীপ জ্বালালে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকে। একইসঙ্গে যে ব্যক্তি এই সকল আচার মেনে চলেন, তার অর্থের অভাব হয় না।

তুলসী গাছের সামনে নিয়মিত প্রদীপ জ্বালালে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি বজায় থাকে। একইসঙ্গে যে ব্যক্তি এই সকল আচার মেনে চলেন, তার অর্থের অভাব হয় না।

হিন্দুশাস্ত্রে তুলসী গাছ স্পর্শ করা বা এর পাতা তোলার বেশ কিছু নিয়ম রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে, এই নিয়ম উপেক্ষা করলে কোনও ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

বাড়ির মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রে তুলসী গাছে জল দেন। তবে মহিলাদের পিরিয়ডের সময় তুলসী গাছ স্পর্শ করাও নিষেধ।

যদি পিরিয়ডের সময় কোনও মহিলা ভুল করে তুলসী গাছ ছুঁয়ে ফেলেন, তা হলে সেই পরিস্থিতিতে কী করা উচিত? অনেকে মানেন যে পিরিয়ডের সময় তুলসী গাছ স্পর্শ করা বা পুজো করায় কোনও ভুল নেই।

কিন্তু এও মানা হয় যে, পিরিয়ডের সময় কোনও মহিলা তুলসী গাছ স্পর্শ করলে তার জীবনে নানা সমস্যা আসতে পারে। যদি কেউ ভুলবশত পিরিয়ডের সময় তুলসী গাছ ছুঁয়ে ফেলেন, তা হলে কী করবেন?

এমন কাজ কেউ করলে হাত-পা ভালো করে ধুয়ে মা তুলসীর সামনে বসে ক্ষমা চাইতে হবে। তবে পুরোটাই নির্ভর করছে ব্যক্তির বিশ্বাসের উপর।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।