21st December, 2024

বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রেখেছেন? জানেন কী হতে পারে

Credit - Getty Images

TV9 Bangla

ঘরে তুলসী গাছ রাখলে সুখ-সমৃদ্ধি আসে। বাড়িতে তুলসী গাছ দক্ষিণ দিকে রাখা ভালো নয়। তা দক্ষিণ দিকে রাখলে কী কী ক্ষতি হয় জানেন?

তুলসী গাছ দক্ষিণ দিকে রাখলে নেতিবাচক শক্তি আকর্ষিত হয়। ভুল দিকে তুলসী গাছ রাখা দারিদ্র্যের কারণ হতে পারে।

যে বাড়িতে তুলসী গাছ দক্ষিণ দিকে রাখা হয়, সেই বাড়িতে লক্ষ্মী দেবী বিরাজ করেন না। সেই বাড়ির মানুষদের জীবনের ক্ষতির সম্ভবনা বাড়ে।

বাস্তু অনুসারে ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না। তা হলে পরিবারের নানান সমস্যা তৈরি হয়।

অনেকের বিশ্বাস দক্ষিণ দিকটি যমের দিক। এই দিকেই পূর্বপুরুষদের বসবাস। এই কারণে দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হতে পারেন।

বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা হয়। গাছ তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। বাড়িতে ঝগড়া হতে পারে।

তুলসী গাছ সবসনয় উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখতে হয়। এ ছাড়া বাড়ির আঙিনায় তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়।

আর যাই করুন ছাদে তুলসী গাছ লাগাবেন না। এমনটা উচিত নয়। দ্রষ্টব্য- এখানে দেওয়া তথ্য শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে দেওয়া।