23 March 2024
কম বয়সেই মাথায় উঁকি মারছে পাকা চুল?
credit: istock
TV9 Bangla
বয়সের সঙ্গে সঙ্গে চুলের ফলিকলের পিগমেন্ট কোষগুলি নষ্ট হতে শুরু করে।
ফলে চুলের প্রাকৃতিক রং হারিয়ে যায় এবং ধীরে ধীরে সাদা হতে শুরু করে।
আর এই পদ্ধতিকে একদমই স্বাভাবিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে তা বয়েস অনুযায়ী।
২০ বছরের আগেই যদি চুলে পাক ধরতে শুরু করে, তাহলে সতর্ক হতেই হবে।
তাই যাতে খুব সহজেই চুল পেকে না যায়, তার জন্য সাধারণ কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন।
যেমন নিয়মিত স্ক্যাল্প ক্লিনজিং করা, কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার এবং হেয়ার অয়েলিং করা।
এসবের পাশাপাশি কখনও কখনও হেয়ার স্পাও করাতে পারেন। এতেও সহজে চুলে পাক ধরবে না।
আর পাকা চুলের সমস্যা দূর করতে আপনি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।
আরও পড়ুন