12 February 2024
হোমমেড ফেসওয়াশ দিয়ে ব্রণ তাড়ান
credit: istock
TV9 Bangla
ব্রণ-প্রবণ ত্বকে কোনও প্রসাধনী ব্যবহারের আগে পাঁচশো বার ভাবতে হয়। তবে, দিনে দু'বার করে মুখ পরিষ্কার করা ভীষণ জরুরি।
বাজার প্রচুর ফেসওয়াশ ও ক্লিনজার উপলব্ধ রয়েছে। অনেক সময় সেগুলো কার্যকর হয়। আবার অনেক ক্ষেত্রে ত্বকের অবস্থা বেহাল করে দেয়।
বাজারচলতি প্রসাধনী ছেড়ে ব্রণ-প্রবণ ত্বকে ঘরোয়া ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এতে ব্রণর সমস্যা কমবে এবং মুখ পরিষ্কার থাকবে।
মধু দিয়ে ফেসওয়াশ বানিয়ে ব্যবহার করুন। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্রণ ও প্রদাহ কমাবে।
২ চামচ টমেটো বাটা নিন। এতে ১ চামচ মধু মিশিয়ে মুখে মাখুন। ১ মিনিট ঘষে নিন। এরপর ১০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
টমেটো ও মধুর ফেসওয়াশ ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে দূর করে দেয়। পাশাপাশি ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে দেয়।
লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে মাখুন। ৫-১০ মিনিট ম্যাসাজ করে মুখে ধুয়ে ফেলুন। এটি মুখ থেকে তেল-ময়লা পরিষ্কার করে দেবে।
লেবুর রস ও মধুর তৈরি ফেসওয়াশ ব্রণ-প্রবণ ত্বককে ময়েশ্চারাইজ করবে এবং হাইড্রেট রাখবে। তার সঙ্গে ব্রণ হওয়ার আশঙ্কা কমিয়ে দেবে।
আরও পড়ুন