একটা আরশোলার দাম প্রায় সাড়ে ৩৫ লাখ টাকা! কী আছে সেই পোকায়?
credit:Meta AI
TV9 Bangla
একটি আরশোলার দাম ২৩ লাখ টাকা। এখানে যে পোকা দেখলেই আপনি বিরক্ত হন, হয়তো হাত দিয়ে বা পা দিয়ে পিষে মেরে ফেলে দেন, তার জন্য ২৩ লাখ টাকা খরচ হয়েছে একটি রেস্তোরাঁর।
ঘটনাটি ঘটেছে দুবাইতে। বিষয়টা কী? কেনই বা একটা আরশোলার জন্য এত টাকা খরচ হল রেস্তোরাঁর? আসলে আমরা যখনই কোনও রেস্তোরাঁয় যাই আমাদের দেখে নিই যেন পরিষ্কার খাবার দেওয়া হয়।
সব পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, খাবারের স্বাদ ঠিক আছে কি না, খাবারের মেয়াদ উত্তীর্ণ হবে না এটাই আশা।
কিছুদিন আগে দুবাইতে একটি বিলাস বহুল রেস্তোরাঁতে খেতে গিয়েছিলেন এক দম্পতি। তাঁরা একটি স্যুপ অর্ডার করেন।
স্যুপটি এলে দেখা যায় তার মধ্যে আরশোলা পড়ে রয়েছে। তা দেখা মাত্রই, ১২ সেকেন্ডের একটি ভিডিও করেন।
সেই ভিডিও দেখিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান ওই দম্পতি। খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অপরাধ প্রমাণ হওয়ায়, রাস আল খাইমার আদালত ১০০,০০০ ধিরাম জরিমানা করেছে। যা ভারতীয় মুদ্রায় মূল্য ২৩ লাখ ৫৪ হাজার ১৫১ টাকা।
ঘটনায় রেস্তোরাঁর মালিক ও রাঁধুনির নামে মামলা করা হয়। মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করার সঙ্গে সঙ্গে ওই রাঁধুনিকে ১১ লাখ ৭৬ হাজার ৪৪টাকা জরিমানা করা হয়েছে।