19 May 2024
ঘরোয়া উপায়েই বগলের কালো ছোপ-দুর্গন্ধ দূর করুন
credit: istock
TV9 Bangla
বর্তমান হালফ্যাশনে অনেকেই স্লিপলেস ব্লাউজ বা জামা পড়েন। কিন্তু, বগলের দুর্গন্ধ ও কালো ছোপ সুন্দর সাজগোজে ছোপ ফেলতে পারে।
বগলে কালো ছোপ বা দুর্গন্ধের নানা কারণ হতে পারে। যেমন, অতিরিক্ত ঘাম, নিয়মিত শেভিং না করা, ত্বকের মৃত কোষ ইত্যাদি।
ডিও বা পারফিউম ব্যবহার করেও অনেকে বগলের ছোপ ও দুর্গন্ধ এড়াতে পারেন না। ফলে স্লিপলেস পোশাকও পরতে পারে না।
বগলের দুর্গন্ধ কাটাতে অ্যালকোহল-যুক্ত ডিও ব্যবহার করুন। এছাড়া কয়েকটি ঘরোয়া উপায়েও বগলের দুর্গন্ধ ও কালো ছোপ দূর করতে পারেন।
ব্লিচিং হিসাবে কাজ করে লেবুর রস। তাই স্নানের আগে লেবু দু-ফালি করে তার রস বগলে ঘষুন। নিয়মিত করলে উপকার পাবেন।
নারকেল তেলে রয়েছে ভিটামিন-ই, যা ত্বক উজ্জ্বল করে। প্রতিদিন স্নানের আগে নারকেল তেল বগলে রাখুন। তারপর ঈষদুষ্ণ জলে সাবান দিয়ে ধুয়ে নিন। কালো ছোপ দূর হবে।
ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে শসা। তাই নিয়মিতভাবে শসা ফালি করে কেটে বগলে ঘষুন। বগলের মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল হবে।
অ্যান্টিফাঙ্গাল হলুদ জলে গুলে রোজ বগলে লাগান। ১০ মিনিট রাখার পর সাবান দিয়ে ধুয়ে নিন। কালো ছোপ দূর হবে ও ত্বকের সাধারণ রং ফিরে আসবে।
আরও পড়ুন