29 OCT 2024

কালী পুজোয় রঙ্গোলির এই নকশা থাকলেই ঘরে আসেন দেবী লক্ষ্মী

credit: getty images

TV9 Bangla

কালী পুজো এসে গেল। তার আগেই ধনতেরাস, দীপাবলি। এই সময় প্রদীপ জ্বালিয়ে, বাড়িতে রঙ্গোলি এঁকে সাজিয়ে তোলেন ঘর-বাড়ি। কিন্তু রঙ্গোলির কোন নকশা এবারে বাজিমাত করবে, জানা আছে?  

ভারতের জাতীয় ফুল পদ্ম। দুর্গা পুজোতেও পদ্মের প্রয়োজন হয়। এবার ঘরের মেঝেতেও বরং আবির দিয়ে ফুটিয়ে তুলুন কোমল। হল ঘরে অনেকটা ফাঁকা জায়গা থাকলে সেখানে করতে পারেন এই নকশা।

সংসারে যখনই নেমে এসেছে দুর্যোগের কালো ছায়া। তখনই সুদর্শন চক্র হাতে আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু। বাড়িতে ঠাকুর ঘরে, যেখানে ঘট রাখা হয় সেখানেই করতে পারেন এই নকশা।

বাড়িতে যদি রঙ্গোলি করার জন্য, বেশি জায়গা না থাকে, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। ঘরের কোণে কোনও জায়গা কিন্তু করে নিতে পারেন নানা নকশা।

দীপাবলিতে কুবের দেব ও দেবী ধনলক্ষ্মীর সঙ্গেই পূজিত হন সিদ্ধিদাতা গণেশও। রঙ্গোলিতেও কিন্তু রাখতে পারেন গণেশ দেবের ছোঁয়া। পাতার গণেশ বা অন্য যে গণেশ আপনার পছন্দ, সেটাই এঁকে নিতে পারেন এই দিন।

কেবল পদ্মই নয়, বিভিন্ন ফুলের আকারেও বানাতে পারেন রঙ্গোলি। যাঁরা নতুন নতুন রঙ্গোলি দিতে শিখেছেন তাঁদের জন্য এই নকশা বেশ সহজ। প্রয়োজনে আগে চক দিয়ে এঁকে নিতে পারেন, সুবিধা হবে।

কালী পুজোর দিন, অনেক বাঙালি বাড়িতেই দীপান্বিতা লক্ষ্মী পুজো করার চল রয়েছে। হিন্দু শাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন শুভ বলে মনে করা হয়। তাই রঙ্গোলিতে ফুটিয়ে তুলতে পারেন এই নকশাও।

লক্ষ্মী পুজো হবে আর সেখানে লক্ষ্মীর পা থাকবে না তা কি করে হয় বলুন? দরজার সামনে সুন্দর করে এঁকে নিন এই নকশা। লোক বিশ্বাস দেবী ওই চিহ্ন দেখেই প্রবেশ করেন গৃহস্থ বাড়িতে।