27 March 2024

থ্রেডিং নয়, ঘরোয়া উপায়েই আপার লিপের রোম তুলুন

credit: istock

TV9 Bangla

অনেক মহিলাই ঠোঁটের উপরের অংশের (আপার লিপ) অবাঞ্ছিত রোম নিয়ে উদ্বিগ্ন থাকেন। অবাঞ্ছিত রোম তুলতে নিয়মিত পার্লারে ছুটতে হয়।      

থ্রেডিং, ওয়াক্সিংয়ের মাধ্যমে আপার লিপের অবাঞ্ছিত রোম তুললেও ব্যথা, জ্বালাভাব ইত্যাদির সমস্যা হতে পারে। তবে ঘরোয়া উপায়েই এই রোম তুলতে পারেন।      

    

আপার লিপ বা ফেস ওয়াক্সিংয়ের জন্য বাজারে বিশেষ স্ট্রিপ পাওয়া যায়। সেগুলি টেপের মতো ঠোঁটের উপর লাগিয়ে কিছুক্ষণ পর তুলে নিলেই সমস্যার সমাধান হবে।       

পেঁপে ও হলুদ গুঁড়োর ঘন মিশ্রণ আপার ঠোঁটে লাগান। ১৫-২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিলেই অবাঞ্ছিত রোম উঠে যাবে।    

বয়স ৪০ বছর পেরোলেই হাঁটু-কোমরে ব্যথা, অস্টিওপেরোসিসের সমস্যা বাড়ে। মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়।       

আলুর রসও অবাঞ্ছিত রোম তুলতে খুব কার্যকরী। নিয়মিত আপার লিপে আলুর রস লাগালে অবাঞ্ছিত রোমের বৃদ্ধি কম হবে এবং রোম উঠে আসবে।      

চিনির সঙ্গে মধু, লেবুর রস, জলের মিশ্রণ ফুটিয়ে ঠান্ডা করে ঠোঁটের উপর লাগান ও একটি কাপড় ধরুন। কিছুক্ষণ পর কাপড় টেনে তুলে নিন।      

পেঁপে ও হলুদ গুঁড়োর ঘন মিশ্রণ আপার ঠোঁটে লাগান। ১৫-২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিলেই অবাঞ্ছিত রোম উঠে যাবে।