06 February 2024

ভারী মেকআপ তুলুন ১ ফোঁটা তেল দিয়ে

credit: istock

TV9 Bangla

ধৈর্যের সঙ্গে মেকআপ করতে হয়। একটু এদিক-ওদিক হলেই আপনার সম্পূর্ণ লুক নষ্ট হয়ে যেতে পারে। তাই সচেতন থাকতেই হয়।

যে পরিমাণ ধৈর্যের সঙ্গে আপনি মেকআপ করেন, একইভাবে মেকআপ তোলাও জরুরি। মেকআপ পরিষ্কার না করলেই বিপদ।

মেকআপ না পরিষ্কার করলে ত্বকের সমস্যা বাড়ে। রোমকূপে মেকআপ জমে ব্রণ, হোয়াইটহেডস, র‍্যাশের সমস্যা বাড়তে থাকে।

বাজারচলতি মেকআপ রিমুভার ব্যবহার করে আপনি মুখ পরিষ্কার করতে পারেন। কিন্তু রিমুভার না থাকলে কী দিয়ে মেকআপ তুলবেন?

মেকআপ রিমুভার হিসেবে আমন্ডের তেল ব্যবহার করুন। আমন্ড অয়েল ওয়াটারপ্রুফ মেকআপও ত্বক থেকে পরিষ্কার করে দেবে।

হালকা হোক বা ভারী, যে কোনও মেকআপ তুলতে এই তেল কার্যকর। আমন্ড অয়েল মেকআপ তোলার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

১ চামচ আমন্ড অয়েলের সঙ্গে ১/২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মেকআপ ভর্তি মুখে মেখে নিন এবং মালিশ করুন।

এবার ভিজে কাপড় বা ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। শেষে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতেই মেকআপ পরিষ্কার হয়ে যাবে।